আগ্রা: ধ্রুব জুরেল, এই মুহূর্তে আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে ধ্রুব ১৫ বলে ৩৪ করার পর তাকে নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের। দুর্ধর্ষ কিছু শট খেলতে দেখা গিয়েছে ছোট্ট ইনিংসে। দেখে মনেই হচ্ছে এই ছেলে অনেক দূর যাবে। ম্যাচ শেষে জুরেলের প্রশংসা শোনা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির মুখে।
মাহি জানিয়েছেন এই ছেলেটি চাপের মুহুর্তেও মাথা ঠাণ্ডা রেখে যেভাবে বড় হিট মারছিল সেটা প্রশংসার দাবি রাখে। আসলে উত্তরপ্রদেশের এই ২২ বছরের ক্রিকেটারের উঠে আসার গল্পটা সিনেমার স্ক্রিপ্ট এর মত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে ক্রিকেটার বানাতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে পরিবারকে। ক্রিকেট কিট কিনে দিতে গলার হার বিক্রি করে দিয়েছিলেন মা।
গ্লাভস ছিঁড়ে গেলে সেলাই করে দিতেন বাবা। আর দিদি তাকে কোচিং সেন্টারে ছেড়ে দিতেন। ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সহ অধিনায়ক হয়েছেন আগেই। রঞ্জি খেলেছেন। তবে উত্তর প্রদেশের এই ক্রিকেটারের আর্থিক স্বচ্ছলতা কিছুটা হলেও এসেছে রাজস্থান তাকে কুড়ি লাখ টাকায় দলে নেওয়ার পর। ধ্রুব বলছেন তিনি আত্মবিশ্বাসী দল তাকে যেখানে নামাবে সেখান থেকে তিনি রান করবেন। এভাবেই তিনি প্র্যাকটিস করেন নেটে।
Dhruv Jurel said - "I am very fortunate enough to share the same field with MS Dhoni sir. I have been seeing him playing since I was a child. He's my biggest motivation. I am motivated knowing that He is standing behind me and watching me. That is enough for me".
— CricketMAN2 (@ImTanujSingh) April 28, 2023
আর স্বয়ং মহেন্দ্র সিং ধোনি তার পেছনে উইকেট কিপিং করছেন এটা ভেবেও রোমাঞ্চিত ধ্রুব। সেই ধোনির ডিরেক্ট হিটেই রান আউট হয়েছেন। সেটা নিয়ে অবশ্য দুঃখ আছে তার। ধ্রুব মনে করেন রাজস্থান যখন তাকে সুযোগ দিয়েছে তখন বাকি প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দিতে চান। নিজের পরিবারের উন্নতি চান, ক্রিকেটার হিসেবেও নিজের উন্নতি চান। ধ্রুব জানেন লড়াই কঠিন।
ভারতীয় ক্রিকেটে লম্বা লাইন। কিন্তু ছোটবেলায় মা-বাবার কষ্ট দেখেছেন। সেই প্রতিদান কিছুটা হলেও ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তো একমাত্র লক্ষ্য রাজস্থানকে চ্যাম্পিয়ন করা। তবে শুধু ধোনি নন, রবি শাস্ত্রীও তার প্রশংসা করেছেন। ধ্রুব অবশ্য এসব শুনে খুশি হলেও নিজের ফোকাস ধরে রাখতে চান এবং পারফর্ম করে যেতে চান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni, Rajasthan Royals