হোম /খবর /খেলা /
৫৯ অল আউট! লজ্জার নতুন নজির তৈরি করে আইপিএল থেকে প্রায় বিদায় রাজস্থানের

RR vs RCB: ৫৯ রানে অল আউট, লজ্জার নতুন নজির তৈরি করে আইপিএল থেকে প্রায় বিদায় রাজস্থানের

রাজস্থানকে বড় ব্যবধানে উড়িয়ে দিল বেঙ্গালুরু

রাজস্থানকে বড় ব্যবধানে উড়িয়ে দিল বেঙ্গালুরু

  • Share this:

জয়পুর: জয়পুরের মাঠে আজ ছিল রয়্যালসদের লড়াই। হিসেব ছিল পরিষ্কার। যে জিতবে প্লে অফের দিকে এগোবে, যে হারবে সে ছিটকে যাবে। রাজস্থান নিজেদের ঘরের মাঠে প্রতিশোধ নেবে এমনটা ভাবা অন্যায় ছিল না। কিন্তু বেঙ্গালুরুর ১৭২ টার্গেট তাড়া করতে গিয়ে এভাবে নাকানি চোবানি খেয়ে হারবে তারা এতটা আশা করা যায়নি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ২৮ রানে ৫ উইকেট হারাল রাজস্থান। এরপর আর বিশেষ কিছু লেখার থাকে না। প্রয়োজন পড়ে না।

জয়সওয়াল (০), বাটলার (০), সঞ্জু স্যামসন (৪), রুট (৪), পারিকাল (৪),
যুরেল (১), অশ্বিন (০), স্কোরবোর্ডটা সাইকেল স্ট্যান্ড এর মত। হেটমায়ার কয়েকটা ছক্কা মারলেন বটে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। শুধু পরাজয় নয়, এভাবে ব্যাটিং বিপর্যয় এবং আত্মঘাতী ব্যাটিং রাজস্থান শেষ কবে করেছে খুঁজে পাওয়া মুশকিল। দুই দলের শেষ সাক্ষাৎকারে বেঙ্গালুরর মাঠে রাজস্থানকে হারিয়ে দিয়েছিল আরসিবি।

তাই আজ হিসেব মত প্রতিশোধের ম্যাচ ছিল রাজস্থানের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। অঙ্কের বিচারেও প্লে অফ যেতে হলে দু দলের কাছেই খেলাটা ছিল ডু অর ডাই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের দুই দলের খাতায়-কলমে শক্তির বিচার করলে অনেকটা এগিয়ে রাখতেই হচ্ছে রাজস্থানকে। কারণ ব্যাটিং-বোলিং সব বিভাগেই সামঞ্জস্য ও গভীরতা রয়েছে এই দলে।

অপরদিকে, আরসিবি অনেকটাই কোহলি-ডুপ্লেসি-ম্যাক্সওয়েল নির্ভরশীল দল। তাই সব দিক বিচার করে এদিনের ম্যাচে রাজস্থানকেই কিছুটা এগিয়ে রেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরলেও তার আগে ৩টি ম্যাচ টানা হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। ধারাবাহিকতার অভাবে এই দলটার বড় সমস্যা। জস বাটলারও রানের মধ্যে থাকলেও গতবারের মত ছন্দে ছিলেন না।

তবে মেজাজে ছিলেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়াররা। বোলিংয়ে যুজবেন্দ্র চাহল দারুণ ছন্দে। রবিচন্দ্রন অশ্বিনও ভালো বোলিং করছেন। শেষ দুটি ম্যাচ দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে ওঠে নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করেছে আরসিবি। বিশেষ করে আরসিবির বোলিং লাইের খারাপ পারফরম্যান্সের কারণই ম্যাচ হারতে হচ্ছে ব্যাঙ্গালোরকে।

মহম্মদ সিরাজ উইকেট নিলেও জস হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসরঙ্গা, হার্শল প্যাটেলরা একেবারেই নিজেদের সেরা ছন্দে নেই। বিরাট কোহলি আজ ব্যাট হাতে ব্যর্থ। ১৮ করে আসিফের বলে ফিরে গেলেন। কিন্তু এরপর ম্যাক্সওয়েল এবং ডু প্লেসি মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। তবে ঝড়ের গতিতে রান উঠছিল এমন নয়।প্লেসি (৫৫) করে ফিরে গেলেন সেই আসিফের বলেই।

লোমরোর (১) আউট হলেন জাম্পার বলে। অস্ট্রেলিয়ান স্পিনার এল বি ডব্লিউ করে দিলেন দীনেশ কার্তিককে (০)।শেষ দিকে অনুজ রাওয়াত (২৯) কিছুটা অক্সিজেন দিয়ে গেলেন বেঙ্গালুরুকে। ম্যাচটা জিতে প্লে অফ যাওয়ার লড়াইয়ে টিকে রইল কোহলির দল। আর এরকম লজ্জাজনক হার হজম করা মুশকিল হবে রাজস্থানের কাছে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Rajasthan Royals, RCB