Home /News /sports /
রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের বেতনে কত ফারাক ? জানলে অবাক হবেন !

রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের বেতনে কত ফারাক ? জানলে অবাক হবেন !

File Photo

File Photo

গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছ’মাসের সময়কালে বোর্ডের থেকে পারিশ্রমিক হিসেবে ২.৪৩ কোটি টাকা পেয়েছেন রাহুল দ্রাবিড় ৷

 • Share this:

  #মুম্বই: অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশ্বচ্যাম্পিয়ন করানোর পিছনে যাঁদের ভূমিকা সবচেয়ে বেশি সেই তালিকায় সবার উপরে অবশ্যই থাকবে একজনের নাম ৷ তিনি পৃথ্বী শ-দের হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ টুর্নামেন্টের জন্য যেভাবে একার হাতে নিজের ছেলেদের প্রস্তুত করেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’, তা যথেষ্ট প্রশংসনীয় ৷ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর পৃথ্বী-ঈশাণরা এখন যেমন দেশে ফিরে সংবর্ধনা পাচ্ছেন ৷ দলের হেড কোচেরও যথাযথ পুরস্কার প্রাপ্তি প্রয়োজন ৷ কিন্তু জানেন কী, ভারতীয় সিনিয়র দলের হেড কোচ এবং জুনিয়র দলের হেড কোচের বেতনের কত ফারাক ? উত্তরটা হল অর্ধেক ৷ অর্থাৎ রবি শাস্ত্রীর থেকে প্রায় অর্ধেক বেতন পান রাহুল দ্রাবিড় ৷

  গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছ’মাসের সময়কালে বোর্ডের থেকে পারিশ্রমিক হিসেবে ২.৪৩ কোটি টাকা পেয়েছেন রাহুল দ্রাবিড় ৷ সেখানে শাস্ত্রীর বেতন বছরে ৮ কোটি ৷ অর্থাৎ ছ’মাস করে ধরলেও দ্রাবিড়ের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন শাস্ত্রীর ৷ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচেদের তালিকায় এক নম্বরে রয়েছেন শাস্ত্রী ৷ কারণ তাঁর পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান (০.৫৫ মিলিয়ন ডলার ) এবং ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে ৷ টিম ইন্ডিয়ার কোচ থাকাকালীন তাঁর বেতন ছিল বছরে ৬.৫ কোটি টাকা ৷ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি দলের বোলিং কোচ পরশ মামরেও বিসিসিআই-এর থেকে গত চার মাসে পারিশ্রমিক পেয়েছেন ২৭ লক্ষ টাকা ৷ ভারতের সিনিয়র দলের সাপোর্ট স্টাফদের তুলনায় এই অঙ্কটা যে অত্যন্ত কম, তা বলা বাহুল্য ৷

  First published:

  Tags: BCCI, India U19 Coach, Rahul Dravid, Salary

  পরবর্তী খবর