#মুম্বই : একে করণ জোহরের Koffee with Karan শো -র পর নির্বাসনের খাঁড়া ৷ তারপর ক্রিকেটে ফিরেও ফর্ম হাতড়াচ্ছেন আর এই সুযোগে চেপে ধরেছেন সমালোচকরা ৷
তবে KL Rahul-র পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড় ৷ তাঁর মতে তিনি ভারতীয় এই ক্রিকেটারের ফর্ম নিয়ে চিন্তায় নেই ৷ ইন্ডিয়া এ দল দ্রাবিড়ে কোচিংয়ে থ্রি লায়ন্সের বিরুদ্ধে দুধর্ষ পারফরম্যান্স দিলেও সেখানে একেবারে ফ্লপ শো কেএল রাহুলের ৷ তিনটি ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৩, ৪২, ০ ৷
আরও পড়ুন - ডেটিং মানে শুধুই নয় যৌন হাতছানি, কি বলছেন দেশি গার্ল, দেখুন ভিডিও
ভারতীয় দলের জার্সিতে তাঁর পারফরম্যান্সগ্রাফও সম্প্রতি ভালো ছিল না ওপেনার হিসেবে ৷ তবে অভিজ্ঞ Rahul Dravid রাজি নন এই বিষয়টিকে আমল দিতে ৷ দ্রাবিড় বলেছেন, ‘‘ রাহুলের গুণগত মান ও ক্ষমতা নিয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই ৷ ও লায়ন্সের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলছে ৷ ও প্রমাণ করেছে আন্তর্জাতিক স্তরেও সফল হতে পারে ৷ ও এমন একজন প্লেয়ার যার T20, টেস্ট , একদিনের ক্রিকেটে শতরান রয়েছে ৷ আমি ওঁর ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নই ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, KL Rahul, Rahul Dravid, কেএল রাহুল, ক্রিকেট, রাহুল দ্রাবিড়