#কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্টের সুস্থতা কামনায় গোটা দেশ৷
দেশের একের পর এক তাবড় ব্যক্তিত্ব সৌরভের কুশল সংবাদ নিতে ফোন করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেয়েছেন সৌরভ৷ প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর থেকে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷ কে না খোঁজ নেননি সৌরভের! এবার ফোন করে খোঁজ নিলেন রাহুল দ্রাবিড়৷ দেশের জার্সিতে বাইশ গজের বহু অবিস্মরণীয় ইনিংসের সাক্ষী এই দুই ক্রিকেটার৷ দ্রাবিড় রবিবার সৌরভের পরিবারের লোককে ফোন করে প্রাক্তন সহযোদ্ধার খোঁজ নিলেন৷
সৌরভ-দ্রাবিড়ের নাম একসঙ্গে উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে লর্ডসের সেই ঐতিহাসিক রূপকথার ইনিংস৷ সালটা ছিল ১৯৯৬, তারিখ ২০ জুন৷ মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন সৌরভ-দ্রাবিড়৷ সৌরভের হাত থেকে এসেছিল ঝকঝকে শতরান৷ কিন্তু পাঁচ রানের জন্য দ্রাবিড়কে সেঞ্চুরি মাঠে রেখেই আসতে হয়৷ যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে সৌরভ-দ্রাবিড় যুগ্মভাবে বার্তা দিয়েছিলেন যে, ভারতের মাটি থেকে ফের দুই ক্রিকেটার বিশ্বশাসন করতে চলেছে৷ বাকিটা আজ ইতিহাস৷ সৌরভ চলতি বছরের গত ২০ জুন লর্ডস অভিষেকের ছবি টুইট করে জানিয়েছিলেন, জীবনের সেরা মুহূর্ত ছিল সেদিন৷
Made my debut today .. life’s best moment @bcci pic.twitter.com/2S9VLSSVzE
— Sourav Ganguly (@SGanguly99) June 19, 2020
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ভাল আছেন সৌরভ ৷ তাঁর বাইপাস সার্জারির সম্ভাবনাও ওড়ালেন চিকিৎসকেরা ৷ তবে আরও দু'টি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে৷ অস্ত্রোপচারের পর মাসখানেক বিশ্রামে থাকতে হবে সৌরভকে| তারপরেই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সৌরভ৷ তাঁর চিকিৎসার জন্য আসছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি ৷