• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • Ind vs Nz; Rahul Dravid Becomes Spinner: রাহুল দ্রাবিড়কে স্পিন বোলিং করতে দেখেছেন কখনও? দেখুন বিরল ভিডিও

Ind vs Nz; Rahul Dravid Becomes Spinner: রাহুল দ্রাবিড়কে স্পিন বোলিং করতে দেখেছেন কখনও? দেখুন বিরল ভিডিও

Rahul Dravid Spin Bowling: স্পিন বোলিং করলেন রাহুল দ্রাবিড়।

Rahul Dravid Spin Bowling: স্পিন বোলিং করলেন রাহুল দ্রাবিড়।

Rahul Dravid Spin Bowling: স্পিন বোলিং করলেন রাহুল দ্রাবিড়।

 • Share this:

  #কানপুর: রাহুল দ্রাবিড়। এক সময়ের টেস্ট স্পেশালিস্ট। তার পর অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ। অর্থাত্ জুনিয়র স্তরে ক্রিকেটার তৈরির কারিগর। আর এখন তিনি ভারতের সিনিয়র ক্রিকেট দলের কোচ। তাঁর ব্যাটিং দক্ষতা তো ক্রিকেট সমর্থকদের জানা। কিন্তু সেই রাহুল দ্রাবিড় যে স্পিনার হয়ে যাবেন, তা কে জানত! হ্যাঁ, কোচ হওয়ার পর শেষমেশ স্পিন বোলিং করতেও দেখা গেল ভারতীয় দলের নতুন কোচকে।

  বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। টি-২০ সিরিজে ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। তবে টেস্টে নিউ জিল্যান্ড কঠিন প্রতিপক্ষ। যদিও এখনও পর্যন্ত ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি কিউয়িরা। ফলে এবার সেই মিথ ভাঙার সুযোগ রয়েছে তাদের সামনে। অন্যদিকে, ভারতের সামনে বদলা নেওয়ার সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নিউ জিল্যান্ডের কাছেই হেরেছিল ভারত।

  আরও পড়ুন- কে কোন শট খেলছে! কার পা কোন পজিশনে! সব দিকে কড়া নজর হেডস্যর দ্রাবিড়ের

  কোচ হিসাবে সব সময় বাড়তি সতর্ক থাকেন রাহুল দ্রাবিড়। টি-২০ সিরিজ জেতার পরও দলের ক্রিকেটারদের দ্রাবিড়ের বার্তা ছিল, এই জয়ে বাড়তি সন্তুষ্ট হওয়ার কিছু নেই। পা মাটিতে রেখে চলতে হবে। কারণ তিনি জানতেন, ঘরের মাঠে এখনও টেস্ট সিরিজ বাকি রয়েছে। আর টেস্টেও নিউ জিল্যান্ড যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। ফলে তিনি সিরিজ শেষ হওয়ার আগে পর্যন্ত দলকে আত্মতুষ্টিতে মজতে দেননি। কানপুরে ভারতীয় দলের প্রস্তুতিতেও দ্রাবিড়কে বাড়তি সতর্ক হিসেবে দেখা গিয়েছে।

  কার ফুটওয়ার্কে ভুল হচ্ছে! কে কেমন শট খেলছে, কানপুরে দলের ট্রেনিংয়ে  সবার দিকেই কড়া নজর রেখেছিলেন দ্রাবিড়। আর নেটে তিনিও ক্রিকেটারদের মতোই ঘাম ঝড়ালেন। নেটে একবার তিনি স্পিন বোলিং পর্যন্ত করলেন। রাহুল দ্রাবিড় স্পিনার। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কেউ কি কখনও দ্রাবিড়কে স্পিন বোলিং করতে দেখেছেন! হয়তো না। তবে এবার কোচ হওয়ার পর স্পিন বোলিংও করলেন দ্রাবিড়। নেটে বেশ কিছুক্ষন স্পিনার দ্রাবিড় বোলিং করলেন।

  Published by:Suman Majumder
  First published: