#মুম্বই: পঞ্জাব কিংসের রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে গেল চেন্নাই সুপার কিংস। একের পর এক উইকেট হারাতে থাকল সিএসকে। ঋতুরাজ (১) ফিরে গেলেন রাবাডার বলে স্লিপে ক্যাচ দিয়ে। এরপর তরুণ বৈভব অরোরা আউট করলেন রবিন উথাপ্পাকে (১৩)। মঈন আলিও ফিরে গেলেন বৈভব অরোরার বলে প্লেড অন হয়ে। খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক রবীন্দ্র জাদেজা বোল্ড হয়ে গেলেন আর্শদীপের বলে।
চেন্নাই অধিনায়ক নিজেও শূন্য রানে ফিরলেন। আম্বাতি রাইডু কিছুটা ভরসা দিয়েছিলেন। কিন্তু ওডিন স্মিথ ফিরিয়ে দিলেন ১৩ রানের মাথায়। এরপর মহেন্দ্র সিং ধোনি যখন এলেন তখন স্কোরবোর্ডে সিএসকের রান ৩৬-৫। ধোনি নামতেই লেগ স্পিনার রাহুল চাহারকে নিয়ে এল পঞ্জাব। নিজে বেশি স্ট্রাইক না নিয়ে শিবম দুবেকে ছেড়ে দিলেন ধোনি। শিবম কিন্তু ওভার পিছু বাউন্ডারি মেরে এগিয়ে যেতে থাকলেন।
তবে ১৩ নম্বর ওভারে লিভিংস্টোন বল হাতে মাত্র তিন রান দিলেন। ২৬ বলে ৫০ পূর্ণ করলেন শিবম দুবে। পরপর দুটো ম্যাচে রান পেলেন তিনি। রাবাডার একটি ওভারে পরপর দুবার ছক্কা মারলেন। প্রচুর রান বাকি থাকলেও শিবম যতক্ষণ ছিলেন লড়াই চালালেন। কিন্তু ব্যক্তিগত ৫৭ রানের মাথায় লিভিংস্টোনের বলে মারতে গিয়ে আউট হলেন। এরপর ব্রাভো এসেই আউট হলেন পরের বলে। লিভিংস্টোন নিজের বলেই দুর্দান্ত ক্যাচ নিলেন।
এদিন ইংলিশ তারকা যা স্পর্শ করলেন, তাতেই সফল হলেন। প্রিটোরিয়াস ৮ করে ফিরে গেলেন রাহুল চাহারের বলে। এখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না চেন্নাইয়ের। মহেন্দ্র সিং ধোনি উইকেটে থাকা সত্ত্বেও নয়। মাহি ২৩ করে আউট হলেন রাহুল চাহারের বলে। এরপর ক্রিস জর্ডান আউট হলেন সেই রাহুলের বলে। লড়াই করলেন শুধু শিবম দুবে। পঞ্জাবের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক সিএসকের।They lost the toss and were made to bat first, but Punjab Kings came away with the win tonight 👏 Defending champions CSK have now lost their first three games in a row 😮 #IPL2022 #CSKvPBKS
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 3, 2022
চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজা জানিয়ে দিলেন এদিন বল হাতে বোলাররা ভাল কাজ করলেও, ব্যাটসম্যানরা পাওয়ার প্লে একেবারেই কাজে লাগাতে পারেনি। নিজেদের একাধিক ভুল লক্ষ্য করেছেন তিনি। তবে জাদেজা কথা দিয়েছেন চেন্নাই পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। হারের হ্যাটট্রিক বড় করে দেখতে চান না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।