Home /News /sports /

রাহানের জায়গায় দলে মণীশ পাণ্ডে, মুম্বই টেস্টে অনিশ্চিত শামি

রাহানের জায়গায় দলে মণীশ পাণ্ডে, মুম্বই টেস্টে অনিশ্চিত শামি

একজন সুস্থ হয়ে ফিরছেন তো আর একজন চলে যাচ্ছেন চোটের কবলে। এবার টিম সমস্যায় মহম্মদ শামিকে নিয়ে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই:  বুধবারই নেট প্র্যাকটিসের সময় হাতে চোট পেয়েছিলেন ৷ স্ক্যান রিপোর্টে দেখা যাচ্ছে ডান হাতের আঙুল ভেঙেছে ৷ এর ফলে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা মুম্বই টেস্টের দল থেকে ছিটকে গেলেন আজিঙ্কা রাহানে ৷ ভারতের টেস্ট সহ-অধিনায়কের জায়গায় দলে ঢুকেছেন কর্ণাটক এবং কেকেআর-এর ব্যাটসম্যান মণীশ পাণ্ডে ৷ ডাক্তারের রিপোর্ট পাওয়ার পরই আর কোনও ঝুঁকি না নিয়ে রাহানের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মণীশকে ৷

  ওয়াংখেড়েতে চতুর্থ টেস্টের আগে ভালমতোই চোট-আঘাতে ভুগছে ভারতীয় ক্রিকেট দল ৷ টেস্টে ভালমতোই অনিশ্চিত দলের এক নম্বর পেসার মহম্মদ শামিও ৷ হাঁটুতে হালকা ব্যথা অনুভব করছেন তিনি। তৃতীয় টেস্টের পর থেকেই এই সমস্যা চললেও তেমন বেশি না থাকায় গুরুত্ব দেওয়া হয়নি। তবে চতুর্থ টেস্টের আগে শামিকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। চতুর্থ টেস্ট শুরুর আগে বিরাট কোহালি জানিয়ে দিলেন, শামিকে নিয়ে সিদ্ধান্ত আজ বিকেলেই নেওয়া হবে। বলেন, ‘‘আজ বিকেলে শামিকে দেখে ওর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। মোহালি টেস্টের পর থেকেই ওর সমস্যা হচ্ছিল। তাই কোনও ঝুঁকি নিতে চাই না।’’ শামির জায়গায় শার্দুল ঠাকুরকে ব্যাকআপ বোলার হিসেবে রাখা হয়েছে।

  First published:

  Tags: England, India, Mohammad Shami, Test Series, অজিঙ্কা রাহানে, টেস্ট সিরিজ, মহম্মদ শামি

  পরবর্তী খবর