#মেলবোর্ন: অ্যাডিলেডে আত্মসমর্পণ করা ভারত মেলবোর্নে দেখাল ঔদ্ধত্য৷ চার ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে আনল অজিঙ্ক রাহানের টিম ইন্ডিয়া৷ ভারতের আট উইকেটে টেস্ট জয়ের অন্যতম কারিগর রবিচন্দ্রন অশ্বিন ও অভিষেককারী মহম্মদ সিরাজ৷ দু'জনেই দুই ইনিংস মিলে পাঁচ উইকেট পেয়েছেন৷
দেশের সিনিয়র স্পিনার অশ্বিন মঙ্গলবার এক অনন্য নজির গড়লেন৷ বক্সিং-ডে টেস্টের চতুর্থ দিনের সকালে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীথরনকে ছাপিয়ে গেলেন৷ ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে এর আগে মুরলীই সবচেয়ে বেশি বাঁ-হাতি ব্যাটসম্যান শিকার করেছিলেন৷ এবার মুরলীকে সরিয়ে সেই জায়গায় নিজের নামটা লিখে নিলেন অশ্বিন৷
এদিন অজি পেসার জোশ হ্যাজেলউডকে ১০ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড হয়ে যান৷ আর এর সঙ্গেই অজি ইনিংসের সমাপ্তি ঘোষণা হয়ে যায়৷ হ্যাজেলউডকে নিয়ে আজ পর্যন্ত ১৯২ জন বাঁ-হাতির উইকেট পেলেন অশ্বিন৷ তাঁর ঠিক আগেই ছিলেন মুরলী (১৯১)৷
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বাঁ-হাতিদের আউট করার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন আর অশ্বিন (১৯২), মুরলী (১৯১), ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন (১৮৬), অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা (১৭২) ও শেন ওয়ার্ন (১৭২)৷ তালিকায় পাঁচে রয়েছেন আরেক কিংবদন্তি, ভারতেরই অনিল কুম্বলে (১৬৭)৷
অন্যদিকে দেশে হঠাৎ করে বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন সিরাজ, শোক বুকে চেপেও অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ তারই পুরস্কার পেলেন সিরাজ। দুই ইনিংস মিলিয়ে ৫ টি উইকেটেই তাঁর নাম রেকর্ডবুকে নথিভুক্ত হয়ে গেল৷
অস্ট্রেলিয়ার মাটিতে সফররত দেশের বোলার হিসেবে অভিষেকে টেস্টে ৫ উইকেট পাওয়ার নজির রয়েছে মাত্র চারজনের৷ শেষ ৫০ বছরের পরিসংখ্যান বলছে এটা৷ তালিকায় আছেন ইংল্যান্ডের ফিল ডেফ্রেটিয়াস (৫-৯৪, ১৯৮৬-৮৭) ও অ্যালেক্স টুডোর (৫-১০৮, ১৯৯৮-৯৯)৷ শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৬-৯২, ২০০৪) ও ভারতের সিরাজ (৫-৭৬, ২০২০)