#ম্যানিলা: টোকিও অলিম্পিকে চিনের এই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পদক জিতেছিলেন পি ভি সিন্ধু। সেই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে আবার দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের গর্ব। ফিলিপিনসের রাজধানী ম্যানিলায় অনবদ্য লড়াই করে ভারতের পতাকা তুলে ধরলেন সিন্ধু। নিশ্চিত করে ফেললেন পদক। সেমিফাইনালে জাপানের ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন তিনি। ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছলেন পিভি সিন্ধু।
দু’বারের অলিম্পিক পদক জয়ী সিন্ধু সাত বছর পর এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন। ২০১৫ সাল থেকে চেষ্টা করেও হয়নি। অবশেষে এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করলেন সিন্ধু। প্রতিযোগিতার পঞ্চম বাছাই সিন্ধু কোয়ার্টার ফাইনালে ২১-৯, ১৩-২১, ২১-১৯ গেমে হারিয়েছেন চিনের হি বিংজিয়াও-কে। চিনের এই শাটলারের বিরুদ্ধে এই নিয়ে পর পর তিনটি ম্যাচে জয় পেলেন সিন্ধু।
উল্লেখ্য শেষ বার ২০১৪ সালে এই প্রতিযোগিতার শেষ চারে পৌঁছেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। প্রথম গেমে এক সময় ১১-২ ব্যবধানে এগিয়ে যান প্রতিপক্ষের থেকে। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের কৌশলের কোনও জবাব দিতে পারেননি চিনের বিংজিয়াও। যদিও দ্বিতীয় গেমে প্রবল ভাবে ম্যাচে ফিরে আসেন চিনের প্রতিযোগী। গেমটিও জিতে নেন তিনি।PV Sindhu moves to the semis!🇮🇳🙌 The two-time Olympic medallist wins against Tokyo bronze-match opponent He Bing Jiao 21-9, 13-21, 21-19 and secures at least a bronze medal at the Badminton Asia Championships. Satwik-Chirag next...⌛️#BadmintonAsiaChampionship2022 | #BAC2022 pic.twitter.com/AW7TsDdkM1
— The Bridge (@the_bridge_in) April 29, 2022
তৃতীয় গেমে দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয় পান সিন্ধু। এই নিয়ে বিংজিয়াওকে মোট আট বার হারালেন সিন্ধু। এখনও পর্যন্ত মোট ১৭ বার পরস্পরের বিরুদ্ধে খেলেছেন তাঁরা। চিনা শাটলার মুখোমুখি লড়াইয়ে ৯-৮ ব্যবধানে এগিয়ে আছেন। একমাত্র ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌছলেন সিন্ধু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pv sindhu