• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • রঞ্জির আগ্রাসনটা টেস্টেও ধরে রাখুক পৃথ্বী: রাহানে

রঞ্জির আগ্রাসনটা টেস্টেও ধরে রাখুক পৃথ্বী: রাহানে

File Photo

File Photo

 • Share this:

  #রাজকোট: বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ৷ এই টেস্টে ওপেনার হিসেবে দেখা যেতে পারে পৃথ্বী শ-কে ৷ তরুণ ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী প্রত্যেকেই ৷ পৃথ্বীকে বিশেষ পরামর্শও দিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷

  এর আগে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও সেখানে খেলার সুযোগ পাননি পৃথ্বী ৷ নবাগত এই ব্যাটসম্যানের জন্য রাহানের বার্তা, ‘‘ পৃথ্বীর জন্য আমি খুশি। ওকে অনেক দিন থেকে দেখছি। আমরা একসঙ্গে অনুশীলনও করতাম। পৃথ্বী একজন আক্রমণাত্মক ওপেনার। এভাবে খেলেই পৃথ্বী সাফল্য পেয়েছে ভারত ‘এ’ দলের হয়ে।’’

  রাজকোট টেস্টে ওপেনিংয়ে রাহুলের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পৃ্থ্বী ৷ ময়াঙ্ক অাগরওয়ালের চেয়ে অন্তত তিনিই এগিয়ে ৷ চূড়ান্ত প্রথম একাদশ সম্পর্কে কিছু না জানালেও পৃথ্বী সম্পর্কে রাহানে বলেন, ‘‘ আমি জানি না, কারা ওপেন করবে প্রথম টেস্টে। কিন্তু যারাই ওপেন করুক, চাপের কোনও ব্যাপার নেই। সবার সামনেই সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার। আমি পৃথ্বীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটা কথাই বলতে চাই। মুম্বই বা ভারতীয় ‘এ’ দলের হয়ে যেমন ব্যাটিং কর, টেস্টেও সে রকম ব্যাটিং করে যাও। আমি নিশ্চিত ও ভাল করবে।’’

  First published: