#কলকাতা: চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলা জার্সিতে ৯টা ম্যাচ খেলেছেন। মোট রান সর্বসাকুল্যে ২২৩। একটা মাত্র হাফ সেঞ্চুরি। প্রত্যেকটা ইনিংসে ব্যাট হাতে পিচে স্ট্রাগল করতে দেখা গেছে বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরনকে। শনিবার ইডেনে রঞ্জি সেমিফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ কর্ণাটক। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে নিজের ফর্ম ফিরে পেতে বিশেষ অনুশীলন বঙ্গ অধিনায়কের। সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে সিমেন্টের উইকেটে ম্যাটের উপর দীর্ঘক্ষন অনুশীলন অভিমুন্যর। বলের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ম্যাটিং উইকেটে অনুশীলন করলেন বাংলার অধিনায়ক।
প্রথমে নেটে সবুজ উইকেট অনুশীলন শুরু করেন ঈশ্বরন। ফিটনেস টেস্টে পাশ করে ঈশ্বরনকে এদিন বল করেন আকাশদীপ। অনুশীলনের সময় ভুল শট খেললে সেই ভুলত্রুটি গুলি বারবার শোধরানোর চেষ্টা করতে থাকেন অভিমুন্য। অনুশীলন শেষে নিউজ ১৮ বাংলাকে ঈশ্বরন জানান," নিজের ভুলত্রুটি শোধরানোর জন্য আলাদা করে অনুশীলন করলাম। নিজের ফর্ম নিয়ে বেশি চিন্তা করছি না। আমরা টিম গেমে সাফল্য পাচ্ছি। বিপক্ষ দলের কোনও ক্রিকেটারের নাম নিয়ে ভাবনা চিন্তা নেই। ওপেনিং জুটিতে ভালো রান তোলাই টার্গেট।" অধিনায়কত্বের চাপ কী ব্যাটিংয়ে পড়ছে? সেমিফাইনালে রান করে নিজেকে প্রমাণ করতে চান? অধিনায়কের স্পষ্ট জবাব," নিজেকে প্রমাণ করার কিছু নেই। অধিনায়কত্বের চাপ আমার খেলায় পড়ছে না। দল ফাইনালে উঠলে সবচেয়ে বেশি খুশি হব।"
এদিকে বাংলা দলের ফিজিওর কাছে ফিটনেস টেস্ট দেন আকাশদীপ। ফিট সার্টিফিকেট পাওয়ার পর নেটে আট ওভার বল করেন আকাশদীপ। একবার ঈশ্বরনকে বোল্ড করেন তিনি। আকাশদীপ জানান,"দু সপ্তাহ বল করিনি। তাই প্রথমে কয়েকটা বল করতে অসুবিধা হচ্ছিল। আস্তে আস্তে ছন্দ পেয়েছি। কর্ণাটক ক্রিকেটারদের নাম নিয়ে ভাবছিনা। ভাল বল করতে পারলে সেরা ব্যাটসম্যানরাও আউট হন। কে এল রাহুলের জন্য আলাদা পরিকল্পনা নেই।"
অভিমুন্য, আকাশদীপরা মুখে না করলেও কে এল রাহুল, মনীষ পান্ডেদের ব্যাটিং ভিডিও দেখে আলাদা আলাদা প্ল্যান তৈরি করছে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। ইডেনের সবুজ উইকেটে তিন পেসারের নামতে চান কোচ অরুণলাল। নীলকণ্ঠের জায়গায় দলে ঢুকতে পারেন আকাশদীপ। বৃহস্পতিবার দুপুরে ইডেনে অনুশীলন করবে বাংলা দল। রাতে শহরে ঢুকবেন কে এল রাহুল, প্রসিধ কৃষ্ণ, মানীষ পান্ডেরা। রঞ্জি সেমিফাইনালে জন্য ইডেনের গেট খুলে রাখা হচ্ছে। বাংলাকে সমর্থন করার জন্য ক্রিকেটপ্রেমীদের আসার অনুরোধ সিএবির। ম্যাচ দেখতে মাঠে থাকবেন স্কুল-কলেজের পড়ুয়ারা। বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটারদের মাঠে নিয়ে আসা হচ্ছে।
EERON ROY BARMAN
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Captain of Bengal, Cricket, Semifinals