#নয়াদিল্লি: তিনি বরাবর বলে আসেন এটা নতুন ভারত। নতুন ইতিহাস গড়তে এবং চ্যালেঞ্জ নিতে ভয় পায় না যে দেশ। আজ তাঁর কথা সত্যি প্রমান করল এক ঝাঁক তরুণ। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাব্বার মাঠে ভারতের জয়ের কিছুক্ষণের ভেতরে প্রধানমন্ত্রী টুইট করে লেখেন,"অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের অভাবনীয় সাফল্যে আমরা আনন্দিত। তাঁদের উল্লেখযোগ্য শক্তি এবং আবেগ দৃশ্যমান ছিল সর্বত্র। জয়ের লক্ষ্য, অভিপ্রায় এবং সংকল্প ছিল দেখার মত। গর্বের দিন। পুরো দলকে শুভেচ্ছা। ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা রইল"।
We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) January 19, 2021
অতীতেও ভারতীয় ক্রিকেট দল শুধু নয়, ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে তাঁর এই বার্তা গোটা ভারতীয় শিবিরকে অনুপ্রাণিত করবে। সত্যি বলতে গেলে চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারতীয় দল বাকি টেস্টে হোয়াইটওয়াশ হয়ে যাবে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু মেলবোর্নে বিরাট কোহলিকে ছাড়াই দুর্দান্ত কামব্যাক করে ভারত। অধিনায়ক রাহানে শতরান করেন। ভারত জেতে আট উইকেটে। এরপর সিডনিতে অশ্বিন এবং বিহারির অদম্য লড়াইয়ে ড্র করে ভারত।
আর এদিন ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার - গাভাসকার ট্রফি শুধু ধরে রাখল না, গিল থেকে পন্থ, সিরাজ থেকে শার্দুল, প্রত্যেকে নিজেদের প্রমাণ করল। চোট আঘাতে দলের একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্বেও, এই সিরিজ জয় নতুন ভারতের জয় গান ছাড়া আর কিছুই নয়। দু বছর আগেও অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল ভারত। কিন্তু সেই জয়ের থেকে সবদিক থেকে বিচার করলে এই জয় বেশি কৃতিত্বের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Narendra Modi