corona virus btn
corona virus btn
Loading

দলীপে মাথায় চোট ওঝার, কিউই সিরিজের আগে বিশ্রামে কোহলি

দলীপে মাথায় চোট ওঝার, কিউই সিরিজের আগে বিশ্রামে কোহলি

ভারত ব্লু এবং গ্রিনের ম‍্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন প্রজ্ঞান ওঝা।

  • Share this:

#নয়ডা: আসন্ন নিউজিল‍্যান্ড সিরিজের জন্য দলীপ ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। কিন্তু রোহিত, শিখর, জাদেজাদের ক্ষেত্রে উল্টোপথে হাঁটলেন জাতীয় নির্বাচকরা। সেপ্টেম্বরের সিরিজের আগে ম‍্যাচ প্র‍্যাকটিসের জন্য এবার দলীপের ফাইনালে বেছে নেওয়া হল ৩ জাতীয় তারকাকে। ১০ সেপ্টেম্বর থেকে গ্রেটার নয়ডার শহিদ বিজয় সিং স্পোর্টস কমপ্লেক্সে ফাইনাল ম‍্যাচে খেলবেন রোহিত-ধাওয়ানরা।

এদিকে বুধবার ভারত ব্লু এবং গ্রিনের ম‍্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন প্রজ্ঞান ওঝা। খেলার তখন ৬৩ ওভার চলছে। শ্রেয়াস গোপাল পঙ্কজ সিংকে সবেমাত্র প্রথম বলটি করেছেন। পঙ্কজ সজোরে মারেন শট। মিড অনে ফিল্ডিং করছিলেন প্রজ্ঞান। হাঁটু মুড়ে বসে বলটা ধরতে গিয়েছিলেন প্রজ্ঞান। কিন্তু বলটা হঠাৎই লাফিয়ে ওঠায় মাথায় আঘাত পান ওঝা ৷ তাঁকে এরপর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বাংলার বাঁহাতি স্পিনারের অবস্থা স্থিতিশীল।বড় চোট পেতে পারতেন তিনি। চোট পাওয়ার পর উসকে দিয়েছিলেন রমন লাম্বা, বাংলার অঙ্কিত কেশরীর স্মৃতি। তবে ভাগ্য ভাল বলতে হবে প্রজ্ঞান ওঝার। রমন লাম্বা, অঙ্কিত কেশরীর স্মৃতি ফিরিয়েও খারাপ কিছু ঘটেনি তাঁর সঙ্গে। কীভাবে চোট পেয়েছিলেন ওঝা ? দেখুন সেই ভিডিও ৷

First published: September 8, 2016, 4:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर