corona virus btn
corona virus btn
Loading

ওঝা চ্যাপ্টার ‘ক্লোজড’, বাঁ হাতি স্পিনারকে ছেড়েই দিল বাংলা

ওঝা চ্যাপ্টার ‘ক্লোজড’, বাঁ হাতি স্পিনারকে ছেড়েই দিল বাংলা
File Photo

অবশেষে প্রজ্ঞান ওঝা চ্যাপ্টার ক্লোজড।

  • Share this:

#কলকাতা: বঙ্গ ক্রিকেটে নজিরবিহীন। অবশেষে প্রজ্ঞান ওঝা চ্যাপ্টার ক্লোজড। নির্ধারিত সময়ের পরেও বাঁ-হাতি স্পিনারকে বাংলা ছাড়ার ছাড়পত্র দিচ্ছে সিএবি। শুক্রবারই দেওয়া হবে এনওসি।

মরশুম শুরুর প্রস্তুতি, প্র্যাকটিস ম্যাচ। কোথাও পাওয়া যায়নি ভারতীয় স্পিনারকে। তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন। পারিবারিক সমস্যার জন্য বাংলা ছাড়ার আবেদন করেছিলেন। ৩১ অগাস্টের মধ্যে ছাড়পত্র দেয়নি সিএবি। পাল্টা বিসিসিআইয়ের দ্বারস্থ হন ওঝা। তারপরই ওঝাকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে হায়দরাবাদের হয়ে খেলতে আর কোনও সমস্যা রইল না ওঝার।

বাংলার জন্য বিকল্প হিসেবে তৈরি প্রদীপ্ত প্রামাণিকও। প্রস্তুতিতে গুজরাতের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। কোনও বাড়তি চাপ নয়। স্বাভাবিক বোলিং করে রান আটকানোটাই এখন চ্যালেঞ্জ প্রদীপ্তর কাছে। ফাঁকতালে ঋদ্ধি-মনোজ-দিন্দাদের কাছ থেকেও টিপস নিতে চান তিনি।

First published: October 6, 2017, 3:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर