হোম /খবর /খেলা /
Vijay Hazare Trophy 2021: ধাওয়ানকে নিয়েই দল দিল্লির, ক্যাপ্টেন সাঙ্গওয়ান

Vijay Hazare Trophy 2021: ধাওয়ানকে নিয়েই দল দিল্লির, ক্যাপ্টেন প্রদীপ সাঙ্গওয়ান

Pradeep Sangwan named Delhi captain ahead of Shikhar Dhawan in Vijay Hazare Trophy

Pradeep Sangwan named Delhi captain ahead of Shikhar Dhawan in Vijay Hazare Trophy

শিখর ধাওয়ান খেলবেন আসন্ন বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2021)৷ তবে এবার তিনি আর নেতৃত্ব দেবেন না৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: অস্ট্রেলিয়াতে সীমিত ওভারের ক্রিকেট খেলেই দেশে ফিরে আসেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷ এরপর নিজেকে ক্রিকেটের মধ্যে রাখতেই সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে দিল্লির নেতৃত্ব দেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেও ঘরের মাঠে নিজেকে ঝালিয়ে নিতে চান টিম ইন্ডিয়ার স্টার বাঁ-হাতি ব্যাটসম্যান৷

ধাওয়ান খেলবেন আসন্ন বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2021)৷ তবে এবার তিনি আর নেতৃত্ব দেবেন না৷ যেহেতু পুরো টুর্নামেন্ট তিনি খেলতে পারবেন না, সেহেতু টিম ম্যানেজমেন্টকে তিনি বলেই দিয়েছিলেন যে, অন্য কাউকে অধিনায়ক হিসাবে বেছে নিতে৷ দিল্লি বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্বের গুরুভার তুলে দিয়েছে দলের আরেক সিনিয়র ক্রিকেটার প্রদীপ সাঙ্গওয়ানকে (Pradeep Sangwan)৷

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিজয় হাজারে৷ টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হবে দিল্লি-মুম্বই৷ শুক্রবারই দল বেছে নিয়েছে দিল্লি৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লির নির্বাচক চৈতন্য নন্দ বলছেন, "২৮ ফেব্রুয়ারির পর শিখর আর খেলতে পারবে না৷ ও ভারতের সীমিত ওভার দলের সদস্য৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগেই ওকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে৷ শিখরই আমাদের বলে যে, এমন কাউকে ক্যাপ্টেন হিসাবে বেছে নিতে যে পুরো টুর্নামেন্টে নেতৃত্ব দিতে পারবে দিল্লিকে৷ ধাওয়ান আমাদের আন্তর্জাতিক ক্রিকেটার৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান৷ প্রদীপ সাঙ্গওয়ান অভিজ্ঞ প্লেয়ার৷ ও দিল্লির তূণমূল পর্যায় ক্রিকেটটা জানে৷"

Published by:Subhapam Saha
First published:

Tags: Shikhar Dhawan