#নয়াদিল্লি: অস্ট্রেলিয়াতে সীমিত ওভারের ক্রিকেট খেলেই দেশে ফিরে আসেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷ এরপর নিজেকে ক্রিকেটের মধ্যে রাখতেই সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে দিল্লির নেতৃত্ব দেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেও ঘরের মাঠে নিজেকে ঝালিয়ে নিতে চান টিম ইন্ডিয়ার স্টার বাঁ-হাতি ব্যাটসম্যান৷
ধাওয়ান খেলবেন আসন্ন বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2021)৷ তবে এবার তিনি আর নেতৃত্ব দেবেন না৷ যেহেতু পুরো টুর্নামেন্ট তিনি খেলতে পারবেন না, সেহেতু টিম ম্যানেজমেন্টকে তিনি বলেই দিয়েছিলেন যে, অন্য কাউকে অধিনায়ক হিসাবে বেছে নিতে৷ দিল্লি বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্বের গুরুভার তুলে দিয়েছে দলের আরেক সিনিয়র ক্রিকেটার প্রদীপ সাঙ্গওয়ানকে (Pradeep Sangwan)৷
Delhi Men's Senior Team for Vijay Hazare Trophy. pic.twitter.com/MP6QT9VgmY
— DDCA (@delhi_cricket) February 12, 2021
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিজয় হাজারে৷ টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হবে দিল্লি-মুম্বই৷ শুক্রবারই দল বেছে নিয়েছে দিল্লি৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লির নির্বাচক চৈতন্য নন্দ বলছেন, "২৮ ফেব্রুয়ারির পর শিখর আর খেলতে পারবে না৷ ও ভারতের সীমিত ওভার দলের সদস্য৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগেই ওকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে৷ শিখরই আমাদের বলে যে, এমন কাউকে ক্যাপ্টেন হিসাবে বেছে নিতে যে পুরো টুর্নামেন্টে নেতৃত্ব দিতে পারবে দিল্লিকে৷ ধাওয়ান আমাদের আন্তর্জাতিক ক্রিকেটার৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান৷ প্রদীপ সাঙ্গওয়ান অভিজ্ঞ প্লেয়ার৷ ও দিল্লির তূণমূল পর্যায় ক্রিকেটটা জানে৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shikhar Dhawan