ক্রিকেট কিট ফেলে দিয়েছেন বাবা : স্টিভ স্মিথ

Photo : PTI

Photo : PTI

বল বিকৃত কাণ্ডে অত্যন্ত চটেছেন বাবা পিটার স্মিথ । সম্প্রতি কেপটাউনে বল বিকৃত করার জন্য ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ১ বছরের ক্রিকেট নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ।

  • Last Updated :
  • Share this:

    #সিডনি: বল বিকৃত কাণ্ডে অত্যন্ত চটেছেন বাবা পিটার স্মিথ । সম্প্রতি কেপটাউনে বল বিকৃত করার  জন্য ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ১ বছরের ক্রিকেট নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ।

    আরও পড়ুন : আর হয়তো কোনওদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাব না: ওয়ার্নার

    স্টিভ স্মিথের অন্যায় কাজে বাবা পিটার স্মিথ খুব অসন্তুষ্ট । রাগ করে স্টিভ স্মিথের ক্রিকেট কিট ফেলে দিয়েছেন বাবা পিটার স্মিথ । স্টিভ এখন ক্রিকেটের ২২ গজ থেকে বহুদূরে । মূলত বল বিকৃত করার ঘটনা সামনে আসার পর সাংবাদিক সম্মেলনে স্টিভ নিজের দোষ স্বীকার করে কেঁদে ফেলেছিলেন । সেই সময়েও কিন্তু বাবা স্টিভের পাশে ছিলেন । ক্রিকেট কিট ফেলে দেওয়ার সময়ে আপন মনে কিছু একটা বলছিলেন । তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র মারফত জানতে পারা যায় পিটার স্মিথ আশাবাদী একদিন সাজা কাটিয়ে আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসবেন ছেলে স্টিভ ।

    এদিকে বল বিকৃত করায় ঘরে বাইরে চাপের সম্মুখীন স্টিভ স্মিথ । পরিবার তাঁর এই অন্যায় মোটেই ভাল চোখে দেখছে না ।

    First published:

    Tags: BallTampering, CricketAustralia, PeterSmith, SteveSmith