হোম /খবর /খেলা /
টসে জিতে আগে ব্যাট করবে পঞ্জাব কিংস, দল অপরিবর্তিত রাখল কেকেআর

KKR vs PBKS: টসে জিতে আগে ব্যাট করবে পঞ্জাব কিংস, দল অপরিবর্তিত রাখল কেকেআর

টসে জিতে ব্যাট করবে পঞ্জাব

টসে জিতে ব্যাট করবে পঞ্জাব

  • Share this:

কলকাতা: প্রথম সাক্ষাতে মহালির মাঠে ৭ রানে জিতেছিল পঞ্জাব কিংস। চেষ্টা করেও সেদিন হার বাঁচাতে পারেনি কেকেআর। সেদিক থেকে দেখতে গেলে আজ ইডেনে শাহরুখ খানের দলের কাছে ছিল প্রতিশোধ ম্যাচ। তাছাড়া কলকাতার কাছে এখন সব ম্যাচ ফাইনাল। জয় ছাড়া উপায় নেই। তাতেও প্লে অফ নিশ্চিত এমন গ্যারান্টি নেই। পয়েন্ট তালিকাতেও ‘বীর-জারা’ কাছাকাছি।

পঞ্জাব জিতেছে পাঁচটিতে, পকেটে ১০ পয়েন্ট। কলকাতার ঝুলিতে ১০ ম্যাচে ৮। প্লে-অফের ক্ষীণ আশা জ্বালিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে নীতীশ রানাদের। আর পরাজয়ে কার্যত দাঁড়ি পড়বে অভিযানে। এমন মরণ-বাঁচন ম্যাচে গ্যালারিতেও শাহরুখ বনাম প্রীতির গ্ল্যামারের টক্কর হলে বাড়বে উন্মাদনা। যদিও পঞ্জাব শিবিরে ‘জারা হায়াৎ খান’ আসবেন কিনা, তা স্পষ্ট নয়।

ধোঁয়াশা রয়েছে ‘বীর প্রতাপ সিং’য়ের আগমন ঘিরেও। বাইশ গজে অবশ্য জমজমাট টক্করের আবহ রয়েছে। স্যাম কারান, অর্শদীপ সিং, নাথান এলিস, ঋষি ধাওয়ান বনাম আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, বৈভব অরোরা ও হর্ষিত রানা। উভয় দলের পেস আক্রমণে বড় নামের অভাব নেই। কিন্তু খ্যাতির যথার্থ সুবিচার করতে পারছেন না কেউই।

তারই মধ্যে যাঁরা কৃপণ থাকবেন, তাঁরাই বাজিমাত করবেন। উমেশ যাদবের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাছাড়া সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে কলকাতার জয়ে বৈভব ও হর্ষিত ভরসা দেওয়ার পর উমেশের প্রথম এগারোয় ফেরাও কঠিন! স্পিনের জাদুজালে অবধারিতভাবেই এগিয়ে কলকাতা।

রাহুল চাহার, হরপ্রীত ব্রারের তুলনায় সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা বা অনুকূল রায়রা ধারে-ভারে অনেক ওজনদার। তা সে যতই নারিনকে অতীতের ছায়া দেখাক না কেন! মাঝের ওভারে লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারানদের ধুমধাড়াক্কা থামাতে বরুণের দিকেই তাকিয়ে নাইটরা।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Kkr, PBKS