খেলা

corona virus btn
corona virus btn
Loading

কোহলিকে হারিয়ে ট্যুইট পোলে জয়ী ইমরান, পাকিস্তান মাতল সেলিব্রেশনে!

কোহলিকে হারিয়ে ট্যুইট পোলে জয়ী ইমরান, পাকিস্তান মাতল সেলিব্রেশনে!
কোহলিকে হারিয়ে ট্যুইট পোলে জয়ী ইমরান, পাকিস্তান মাতল সেলিব্রেশনে

পাক ফ্যানেরা সেলিব্রেশন করার কারণ খুঁজে পেলেন৷ সেই দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী আইসিসি-র ট্যুইট পোলে জয়ী হয়েছেন৷ তিনি হারিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে৷ এই আনন্দে পাকিস্তান সেলিব্রেশনে মাতল ট্যুইটারে৷

  • Share this:

#ইসলামাবাদ: আইসিসি তিন ফর্ম্যাট মিলিয়ে গত দশকের সেরা একাদশ বেছে নিয়েছিল কিছু দিন আগে৷ কিন্তু কোনও টিমেই জায়গা পাননি পাকিস্তানের একজন ক্রিকেটার৷ সেই তালিকা দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থক ও মিডিয়া চূড়ান্ত হতাশ হয়েছিল৷ ক্ষোভ উগরে দিয়েছিল আইসিসি-র ওপর৷

অবশেষে পাক ফ্যানেরা সেলিব্রেশন করার কারণ খুঁজে পেলেন৷ সেই দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী আইসিসি-র ট্যুইট পোলে জয়ী হয়েছেন৷ তিনি হারিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে৷ এই আনন্দে পাকিস্তান সেলিব্রেশনে মাতল ট্যুইটারে৷

'বেস্ট পেসসেটার'-এর ভোট করেছিল ক্রিকেটের সর্বচ্চো নিয়ামক সংস্থা৷ ইমরানের সঙ্গে লড়াইয়ে ছিলেন কোহলি, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং৷ যে ক্রিকেটারদের অধিনায়ক হওয়ার পরেই গড় ভাল হতে শুরু করেছিল, তাঁদেরকেই এই লড়াইয়ে রেখেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

গত ২৪ ঘণ্টার ভোটের ভিত্তিতে বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করেছে আইসিসি৷ কোহলির থেকে ১ শতাংশ ভোট বেশি পেয়ে জিতে গিয়েছেন ইমরান৷ কোহলি ৪৬ শতাংশ ভোট পান, ইমরান পেয়েছেন ৪৭ শতাংশ ভোট৷

আইসিসি গত দশকের সেরা একাদশের নেতৃত্ব ভারতের দুই অধিনায়কের কাঁধেই তুলে দিয়েছিল৷ সীমিত ওভারের সংস্করণে এমএস ধোনি ও টেস্টে কোহলি ক্যাপ্টেন হন৷ যা দেখে বেজায় চটেছিলেন শোয়েব আখতার৷ প্রাক্তন পাক স্পিডস্টারের মতে এই দল আইপিএলের, বিশ্বের নয়৷

আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, "আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও দলে নেয়নি৷ আমাদের দরকার নেই ওদের এক দশকের দলের৷ আইসিসি আইপিএলের টিম বেছে নিয়েছে৷ বিশ্ব ক্রিকেট দল নয় এটা৷ আমার মনে হয় আইসিসি ভুলে গিয়েছে পাকিস্তান তাদেরই সদস্য৷ যারা টি-২০ ক্রিকেট খেলে৷ বাবর আজমকে না নিয়েই আইসিসি টি-২০ দল বেছে নিয়েছে! অথচ এই ফর্ম্যাটে সে এখন বিশ্বের এক নম্বর৷

আখতার আরও বলেছিলেন, "আইসিসি শুধু টাকা, স্পনরসিপ আর আর টিভি সত্ত্ব বোঝে৷ ওরা ওয়ানডে ক্রিকেটে দু'টো নতুন বল আর তিনটে পাওয়ারপ্লে নিয়ে আসল৷ কোথায় ডেনিস লিলি, জেফ থমসনের মতো ওয়েস্ট ইন্ডিজের তাবড় পাঁচ বোলার? ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, বিশ্বের দ্রুততম বোলার ও লেগ-স্পিনারদের ভুলে গেল? তাঁরা দূরে সরে গিয়েছে কারণ আইসিসি বাণিজ্যকরণ ও বস্তুবাদের জন্য দশটা লিগকে ঢুকিয়ে আরও বেশি করে রাজস্ব আদায় করবে৷"

আখতার শেষে নিজের প্রসঙ্গও টেনে এনে আইসিসি-কে বিঁধেছিলেন৷ তাঁর সংযোজন ছিল, "আইসিসি তিন বছরে শুধু দু'টো বিশ্বকাপ আর লিগ দেখল৷ সাতের দশকের ক্রিকেট আর আজকের ক্রিকেটে অনেক ফারাক আছে৷ যদি সচিন বনাম শোয়েব নাই থাকে, তাহলে আর ক্রিকেট দেখার আর মানে কী! টি-২০ ক্রিকেটে বাবর আজমের চেয়ে বড় প্লেয়ার কেউ নেই৷ ও পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার৷ ওর ব্যাটিং গড় বলে দিচ্ছে ওর পাকিস্তানের জন্য কী অবদান রয়েছে৷ ওর সঙ্গে শুধু বিরাট কোহলির তুলনা চলে৷ আমার ভিডিও দেখার পর আইসিসি বুঝবে যে, ওরা আইপিএলের দল করেছে৷"

Published by: Subhapam Saha
First published: January 13, 2021, 9:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर