#নয়াদিল্লি: না, এই দৃশ্য সচরাচর চোখে পড়ে না। ক্রিকেটের প্রেক্ষাপটে তো একেবারেই না। ভারত-পাকিস্তান ম্যাচ মানে বিতর্ক, বিবাদ আর হাড্ডাহাড্ডি লড়াই। দুই দেশের মধ্যে আজন্ম এক শত্রুতা। কিন্তু সেই ক্রিকেটই ভুলিয়ে দিয়েছে সব কিছু। মিলিয়ে দিয়েছে দুই দেশ ভারত ও পাকিস্তানকে। গতকাল অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের পর সেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। ভারতের জয় ও প্লেয়ারদের সমর্থনে সরব হয়েছেন পাকিস্তানের নেটিজেনরা। সেই দেশেও গতকাল টপ ট্রেন্ড খবর ছিল ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ।
ব্রিসবেনে গাব্বা টেস্টের পঞ্চম দিন। ইতিহাস গড়তে দরকার ৩২৪ রান। রোহিত শর্মা (Rohit Sharma) শুরুতে ফিরেছেন। শুভমন গিল (Shubman Gill) অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। অন্য দিকে ক্রিজের মাটি কামড়ে পড়ে রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কখনও হেলমেটে, কখনও গায়ে, কখনও হাতে একের পর এক বল এসে লাগছে। তবুও দৃঢ় বর্তমান ভারতীয় টেস্ট দলের দেওয়াল পূজারা। তবে ঋষভ পন্থ (Rishabh Pant) এসেই যেন সমস্ত ছবি বদলে দিলেন। সে এক ঐতিহাসিক ৮৯ রান। আর একদিনের মধ্যেই ৩২৪ রানের লক্ষ্য পূরণ। এই সুবাদে ২-১-এ বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিল ভারত।
What a series, Historic Victory, Congratulations India and Many Congratulations to Team India great Fight great ComeBack, India Show their class Today...Keep it up... From Pakistan... #AUSvIND#AUSvsIND #AUSvINDtest pic.twitter.com/8kLxg7qoLT
— Fatima Khalil Butt (@FatiMaButt_4) January 19, 2021
Never seen soo much support for Indian cricket team from Pakistan since 1947.#AUSvsIND
— S. (@ecstasy_404) January 19, 2021
#AUSvsIND is the top trend in #Pakistan - Indian cricket team writing a history at The Gabba!!! Way to go!
— Shiraz Hassan (@ShirazHassan) January 19, 2021
What a historic game I wish the Pakistan will make us proud the same way India did. Rishabh pant is amazing. #AUSvsIND pic.twitter.com/KW46IQgHLY
— Malik Abdur Rehman (@immalikrehman) January 19, 2021
So Congratulations incredible team india you truly deserved this series win, The players in your team is extraordinary#AUSvsINDHonestly we pakistan think that india will hammered by Australia in absence of their key mens but you feel us wrong Your fans feel proud on you pic.twitter.com/YLp7aV9iYq
— Akash786 (@Akash7802231153) January 19, 2021
One of the most resilient and well fought series of the decade! Amazing performance by team India. Congratz on this legendary win! Love and respect from Pakistan #AUSvsIND #AUSvINDtest pic.twitter.com/j5FujzmfMR
— Saad (@OverLord_Xd) January 19, 2021
India ka, England ka, Pakistan ka, Sri Lanka ka... pic.twitter.com/k3eaAVnvOC
— Hassan Cheema (@mediagag) January 19, 2021
You know its a historic victory when 4 out of Top 5 trends in #Pakistan are related to a test match of #India.This series made people forget their conflicts, their nationalities, their disputes and made them enjoy the beauty of the game #Cricket #IndiavsAustralia #INDvsAUS pic.twitter.com/qRQH5YWjUk
— Bhomik Mathur (@neutral_always) January 19, 2021
আর সেই জয়ে সামিল হয়েছে পাকিস্তানও। ভারতের ক্রিকেটারদের কুর্নিশ জানিয়েছেন পাকিস্তানের নেটিজেনরা। সকলেই প্রশংসায় পঞ্চমুখ।
প্রতিভা, প্রচেষ্টা আর দুরন্ত পারফরম্যান্সের কাছে যেন সব প্রতিবন্ধকতা তুচ্ছ হয়ে গিয়েছে। মারকাটারি প্রতিযোগিতা, লড়াই সব মুছে গিয়েছে। তাই গতকাল ভারত-পাকিস্তান এক হয়ে গিয়েছে। শুধু কোনও একটি দেশ নয়, ভাল ক্রিকেটের জয়ে সামিল হয়েছে ভারত-পাকিস্তান। প্রসঙ্গত, গতকাল পাকিস্তানে টপ ট্রেন্ড খবর ছিল ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। নেটিজেনদের একাংশ সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন।
উল্লেখ্য, কালকের ঐতিহাসিক জয়ের পর গোটা বিশ্ব ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করে চলেছে। কেন উইলিয়ামসন (Kane Williamson) ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) বাদ যাননি কেউ। আর হবে নাই বা কেন? সত্যি বলতে কালকের দিনটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক চিরস্মরণীয় মুহূর্ত!