#করাচি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ আমির৷ স্বদেশীয় সাংবাদিক শোয়েব জাটকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, পাক টিম ম্যানেজমেন্টের থেকে যে, মানসিক যন্ত্রণা তিনি পেয়ে চলেছেন, তাঁর পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়৷
আমির গতবছর জুনে খেলার ধকল জনিত ইস্যুতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান৷ এখন বলছেন যে, এই ম্যানেজমেন্টে থেকে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যেতে পারবেন না৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সীমিত ওভারের সিরিজে আমির দলে সুগোগ পাননি৷ তারপরেই এই সিদ্ধান্ত নিলেন তিনি৷
দল থেকে বাদ পড়ার পর আমির শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কা প্রিমিয়র লিগে অংশ নেন৷ টুর্নামেন্টের অভিষেক সংস্করণেই নিজের ছাপ রাখেন৷ গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১১টি উইকেট নেন৷ তাঁর টিম রানার্স হয় টুর্নামেন্টে৷
আমির বলছেন, "আমি ক্রিকেট থেকে দূরে যাচ্ছি না৷ কিন্তু এখানকার পরিবেশটা ঠিক নেই৷ যে ভাবে আমাকে সাইডলাইন করা হচ্ছে তাতে করে আমি বুঝতে পারছি, এটাই আমার সিদ্ধান্ত নেওয়ার সময়৷ ৩৫ জনের স্কোয়াডেও আমার জায়গা হল না৷! মনে হয় না, এই ম্য়ানেজমেন্টের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব৷ ২০১০-২০১৫ পর্যন্ত অনেক যন্ত্রণা সহ্য করেছি৷ আমি খেলা থেকে দূরে ছিলাম৷ নিজের ভুলের শাস্তিও ভোগ করেছি৷ কিন্তু এই মানসিক যন্ত্রণা আর নিতে পাচ্ছি না আর৷"
Here is Pakistani fast bowler @iamamirofficial announcing retirement from international cricket as protest against Pak team management’s behaviour. he was talking to me pic.twitter.com/TMC2LDEZHb
— Shoaib Jatt (@Shoaib_Jatt) December 17, 2020
আমির জানিয়েছেন, ম্যানেজমেন্টের ওপর তাঁর ক্ষোভ আছে ঠিকই৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী ও প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর পাশে থাকার জন্য৷
২০০৯ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমির ১৪টি টেস্ট খেলে ১৫টি উইকেট পান৷ আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলে দিয়েছিলেন আগুনে গতি আর সুইংয়ে৷ কিন্তু এর পরের বছরেই লর্ডসে স্পট-ফিক্সিং করে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকেন তিনি৷ ২০১৬ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে তিনি বুঝিয়ে দেন যে, তাঁর মধ্যে আজও ক্রিকেট বাকি রয়েছে৷ ২০১৭-তে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান তিনি৷ এক তরফা ফাইনালে ভারতের টপ অর্ডার একাই ধসিয়ে দিয়ে ম্যাচের নায়ক হয়ে যান৷
আমির দেশের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-২০ ম্যাচ খেলে ২৫০-এর ওপর উইকেট পান৷