#করাচি: রবিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ফাইনাল৷খাতায়-কলমে পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে থাকলেও পাকিস্তান এবার অন্তত চাইবে ভারতকে হারিয়ে ইতিহাস বদলাতে ৷নিজেদের দলের হয়ে গলা ফাটাতে তৈরি দু’দেশের প্রত্যেক ক্রিকেটপ্রেমীরাই ৷কিন্তু পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের পরিবারে এমন একজন রয়েছেন, যিনি কিন্তু ফাইনালে পাকিস্তান নয়, ভারতের হয়ে গলা ফাটাতে এখন থেকেই তৈরি হচ্ছেন !
পাক অধিনায়কের আত্মীয়, তিনি কী না পাকিস্তানকে সমর্থন না করে ভারতকে করছেন ! কিন্তু কেন ? আসলে সরফরাজ আহমেদের মামা মেহবুব হাসান পাকিস্তানের বাসিন্দা নন।তিনি থাকেন উত্তরপ্রদেশের এটাওয়াতে।পাক অধিনায়কের মামা তাই কোনওমতেই চাইছেন না যে ফাইনালে সরফরাজরা জিতে ট্রফি ঘরে তুলুক ৷তিনি বলেছেন, ‘‘ সরফরাজ পাকিস্তানের হয়ে মাঠে নামবে। কিন্তু আমি ও আমার ছেলেরা সারা জীবন ভারতকেই সমর্থন করেছি। এ বারও গলা ফাটাব।ওদের দল কোনও ভাবেই আমাদের সঙ্গে পারবে না। বিরাট কী রকম সেমিফাইনালে ব্যাট করেছে দেখলেন তো! শুধু তো ও একা নয়, আমাদের সব ক্রিকেটাররাই দারুণ ফর্মে রয়েছেন। ভারত যে চ্যাম্পিয়ন হবে সেটা এখনই বাজি ধরতে পারি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Etawah, ICC Champions Trophy 2017, India, India vs Pakistan champions trophy, India vs Pakistan Final, Mehboob Hasan, Pakistan, Sarfaraz Ahmed