CWC 2019: ঘোড়ায় চড়ে ওল্ড ট্র্যাফোর্ডে ঢুকেছিলেন এই পাক সমর্থক, সরফরাজদের খেলায় স্বভাবতই হতাশ

News18 Bangla
Updated:Jun 16, 2019 11:23 PM IST
CWC 2019: ঘোড়ায় চড়ে ওল্ড ট্র্যাফোর্ডে ঢুকেছিলেন এই পাক সমর্থক, সরফরাজদের খেলায় স্বভাবতই হতাশ
Screenshot from video tweeted by @cricketworldcup.
News18 Bangla
Updated:Jun 16, 2019 11:23 PM IST

#ম্যাঞ্চেস্টার: ঘোড়ায় চেপে স্টেডিয়ামে। পাক সমর্থকের ছবি ভাইরাল। বসির চাচার পাশে সুধীর গৌতম। পাক সমর্থকের মুখে ভারতের জাতীয় সঙ্গীত। রবিবারের ম্যাঞ্চেস্টার সাক্ষী বিভিন্ন রঙের ছটায়।

বৃষ্টি হবে নাকি সূর্য উঠবে। ভোর থেকে শুরু হয়েছিল এই বাজি। সকালে বীরেন্দ্র সেহওয়াগের ট্যুইটারে ফুটে উঠল ম্যাঞ্চেস্টারের আকাশে রোদের ঝিলিক। এই ঝিলিক কি আকাশ মেলে দেবে ? প্রশ্ন যেন থেকেই যাচ্ছে। সব মেঘ কেটে গেল ওল্ড ট্র্যাফোর্ডের পিচ কভার সরতেই। রঙের ছ’টায় ভেসে গেল রবিবারের ম্যাঞ্চেস্টার।

করাচির এঁদো গলি থেকে বারাণসীর কোনও পাড়া, সেই যেন নব্বইয়ের আমেজ। আসলে ভারত-পাক ক্রিকেট এখনও উপমহাদেশের আবেগ। স্থান-কাল যেখানেই হোক না কেন জীবনের এক উপলব্ধির নাম ভারত-পাকিস্তান। সেই রঙই ছুঁইয়ে পড়ল ইতিহাসের ম্যাঞ্চেস্টারের গায়ে।

First published: 11:23:58 PM Jun 16, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर