#ইসলামাবাদ: পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে সেনার টুপি পরে মাঠে নামে ভারতীয় দল৷ ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ICC-র দ্বারস্ত হল পাকিস্তান৷ পাকিস্তানের দাবি, সেনার টুপি পরে ক্রিকেট খেলতে নামার এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ICC৷ পাক ক্রিকেট বোর্ডের বক্তব্য, বিরাট কোহলির দল ক্রিকেটেও রাজনীতির রং লাগাচ্ছে৷
To pay homage to the martyrs of Pulwama Terror Attack, the players will donate today's match fee to the National Defence Fund #JaiHindpic.twitter.com/vM9U16M8DQ
শুক্রবার সেনাবাহিনীর টুপিতে রাঁচির মাঠে নামে কোহলি বাহিনী। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচেই নতুন টুপি পরার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। সবার ম্যাচ ফি পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সেনা পরিবারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এদিন ম্যাচের শুরুতেই সবার হাতে আর্মি ক্যাপ তুলে দেন রাঁচির ঘরের ছেলে মহেন্দ্র সিং ধোনি৷
পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির কথায়, 'গোটা বিশ্ব দেখল, নিজেদের টুপি ছেড়ে সেনার টুপি পরে খেলছে ভারতীয় দল৷ ICC-র চোখে পড়েনি? আমরা মনে করি, ICC এর বিরুদ্ধে পদক্ষেপ করুক, না হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যবস্থ করবে৷' এই ঘটনার বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক ভাবে বিরোধিতার আর্জিও জানান পাক বিদেশমন্ত্রী৷