হোম /খবর /খেলা /
সব জারিজুরি শেষ! ভারতে আসবে বলে জানিয়ে দিল পাকিস্তান, পুজোর আগে 'বড় ম্যাচ'

সব জারিজুরি শেষ! ভারতে আসবে বলে জানিয়ে দিল পাকিস্তান, পুজোর আগে 'বড় ম্যাচ'

এবার বিশ্বকাপে ভারতে না আসার হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

এবার বিশ্বকাপে ভারতে না আসার হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

India-Pakistan match in odi 2023: ভারতে আসছে পাকিস্তান! ফের বড় ম্যাচ! তারিখ জেনে নিন।

  • Share this:

কলকাতা: সমস্ত টালবাহানার ইতি! একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপ খেলতে অক্টোবর মাসে ভারতে আসার ব্যাপারে সম্মতি দিয়েছে পাকিস্তান। ICC সূত্রের খবর, ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর। অর্থাৎ পুজোর আগেই মহারণ।

আরও পড়ুন- মেসি পাবেন ৩৬০০ কোটি! সৌদি আরবের ক্লাবে সই শুধু নাকি সময়ের অপেক্ষা

ভেনু চূড়ান্ত না হলেও এগিয়ে আহমেদাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে খেলবে ভারত। উদ্বোধনী ম্যাচ হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের।

আরও পড়ুন- রিঙ্কু সিং এত তাড়াতাড়ি অহংকারী হয়ে গেলেন! কেকেআর তারকার মুখে ‘বড় কথা’

একটি সেমিফাইনাল আয়োজন করবে মুম্বই। দ্বিতীয় সেমিফাইনাল হতে পারে ইডেনে। পাকিস্তান তাদের হোম ম্যাচগুলো খেলবে আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে। কলকাতায় হতে চলেছে বাংলাদেশের বেস ক্যাম্প‌। ফলে ভারত বাংলাদেশ ম্যাচ হতে পারে ইডেনে।

এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে হাজারো টালবাহানা করেছিল পাকিস্তান। তবে সেসব এখন অতীত। যদিও এশিয়া কাপ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একের পর এক শর্ত চাপিয়ে দিচ্ছে। যদিও সেসব শর্ত ধোপে টিকছে না।

Published by:Suman Majumder
First published:

Tags: India Vs pakistan, ODI world cup 2023, Pakistan