#লন্ডন: নিজের বিভিন্ন মন্তব্যের জন্য বিভিন্ন সময়েই শিরোনামে আসেন শাহিদ আফ্রিদি ৷ ফের একবার নিজের মন্তব্যের জন্য সব মহলে চাঞ্চল্য তৈরি করেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ৷
লন্ডনের একটি অনুষ্ঠানে পাকিস্তান সম্পর্কে নিজের মত প্রকাশ করেছেন আফ্রিদি ৷ যেখানে পাকিস্তানের বিষয়ে নানা কথা সরাসরি বলেছেন তিনি ৷ আর সেই ভিডিও এখন ভাইরাল নানা মাধ্যমে ৷
নিজের মানবিক মুখ দেখিয়ে যা বলেছেন আফ্রিদি তাতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি মন্তব্য নিয়ে -যা কাশ্মীরকে কেন্দ্র করে ৷ পাকিস্তান নাগরিকদের সুরক্ষা নিয়ে প্রশ্নে তিনি বলেছেন , যে পাকিস্তান নিজের দেশ সামলাতে পারে না সে আবার কাশ্মীর কী করে সামলাবে ৷
আফ্রিদি আরও বলেছেন, ‘‘ কাশ্মীরকে একটা আলাদা দেশ বানিয়ে দেওয়া উচিত ৷ কাশ্মীর ভারত কিম্বা পাকিস্তান কারোরই হওয়া উচিত নয় ৷ যদি কাশ্মীর আলাদা দেশ হয় তাহলে মানবতা অন্তত বাঁচবে ৷ যাঁরা মারা যাচ্ছেন তাঁরাও অন্তত বাঁচবেন ৷ ’’
আরও পড়ুন - ‘‘সেলিব্রিটি ইমেজের ফায়দা তুলছেন শামি’’ বিস্ফোরক হাসিন
এর আগেও কাশ্মীর নিয়ে একাধিক মন্তব্য করেছেন পাকি অলরাউন্ডার ৷ আফ্রিদির মন্তব্যের জন্য ভারতেও সমালোচিত হয়েছেন তিনি ৷ তবে এবারের মন্তব্যের জন্য পাকিস্তানেও উঠেছে সমালোচনার ঝড় ৷