হোম /খবর /খেলা /
Pak Announce : বাদ সরফরাজ, টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

Pak Announce : বাদ সরফরাজ, টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

যথেষ্ট ভারসাম্য যুক্ত দল গড়েছে পাকিস্তান

যথেষ্ট ভারসাম্য যুক্ত দল গড়েছে পাকিস্তান

Pakistan announce fifteen member squad for upcoming T twenty World Cup.৪ জন নামকরা অলরাউন্ডার জায়গা পেয়েছে দলে।ফাকার জামান,উসমান কাদির এবং শাহনাওয়াজ দাহানিকে দলের সাথে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে

  • Last Updated :
  • Share this:
#ইসলামাবাদ: দুবাইতে ২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নিজেদের টি ২০ বিশ্বকাপের অভিযান শুরু করছে পাকিস্তান। তার আগে সোমবার ১৫ জনের দল ঘোষণা করল পাক ক্রিকেট বোর্ড। এই দলই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবে ওয়ার্ল্ড কাপের আগে। ২৫ শে সেপ্টেম্বর থেকে ১৪ই অক্টোবর অবধি মোট ৭টি টি ২০ ম্যাচ খেলবে পাকিস্তান। লাহোর এবং রাওলপিন্ডিতে এই দুটি সিরিজ অনুষ্ঠিত হবে।আসিফ আলি এবং খুশদিল শহ ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাই তাদেরকে দলে নেওয়া হয়েছে। মূলত মিডল অর্ডারে পাওয়ার হিটারদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দলে। আসিফের স্ট্রাইক রেট ১২৩.৭৪। ২৯টি টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে খুশদিলের স্ট্রাইক রেট ১৩৪ এর কাছাকাছি। ১৫ জনের দলে ২জন উইকেট কিপার ব্যাটসম্যানকে রাখা হয়েছে।৪ জন নামকরা অলরাউন্ডার জায়গা পেয়েছে দলে।ফাকার জামান,উসমান কাদির এবং শাহনাওয়াজ দাহানিকে দলের সাথে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। অর্থাৎ ১৫ জনের মধ্যে কেউ চোট আঘাতের কারণে যদি ছিটকে যায় তাহলে এই তিনজনের মধ্যে কেউ একজন দলের সাথে যোগ দেবেন।
উল্লেখ্য প্রধান কোচ মিসবা উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস দলের দায়িত্ব ছেড়েছেন। পুরো ব্যাপারটাই হয়তো নতুন দায়িত্ব নেওয়া চেয়ারম্যান রামিজ রাজার কথাতেই হয়েছে। তাদের জায়গায় সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাকলাইন মুশতাক এবং আব্দুর রাজ্জাককে। নিউজিল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন এঁরা।পাকিস্তান দল :আসিফ আলি,বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, খুশদিল শহ, আজম খান,মহম্মদ রিজওয়ান,ইমাদ ওয়াসিম,মহম্মদ নওয়াজ,মহম্মদ ওয়াসিম, হানিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, শাহদাব খান,হাসান আলি,মহম্মদ হাসনাইন।
Published by:Rohan Chowdhury
First published:

Tags: ICC T20 World Cup, Pakistan Cricket