পাকিস্তানের এক পেসারের ডেলিভারিতে তো এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের ব্যাট ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৬ তম ওভারে পাকিস্তানের পেসার ফাহিম আশরফের ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমার ব্যাট ভেঙে দুটুকরো হয়ে যায়। পাকিস্তানের ওই পেসারের ডেলিভারির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, যেন বুলেট ছুটে এল। সেই ডেলিভারির গতি এতটাই ছিল যে কোনও ব্যাটসম্যানের পক্ষে তা সামলানো কঠিন হয়ে পড়ত।
Faheem Ashraf delivery broke the bat of SA Captain Temba Bavuma in the 2nd ODI vs Pakistan at The Wonderers Stadium Johannesburg on Sunday!!#SAvPAK #Bat pic.twitter.com/1Mwp3Yb5m4
— Ehsan Qureshi (@EhsanQureshi_1) April 4, 2021
দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা এদিন আশরাফের ওই ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু প্রচন্ড গতিতে থাকা সেই বলে তার ব্যাট ভেঙে দুটুকরো করে দেয়।
ক্রিকেটে অবশ্যই এমনটা প্রথম নয়। এর আগেও অনেক পেসারের ডেলিভারিতে ব্যাটসম্যানদের ব্যাট ভেঙেছে। উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৪১ রান করে করেছিল। পাকিস্তান ৫০ ওভারে ৩২৪ রান করে। ওয়ান-ডে ক্রিকেটে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রান করে রেকর্ড গড়েছেন পাকিস্তানের জামান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।