Home /News /sports /
হেরেও ফের মুগ্ধ করলেন সিন্ধু, ম্যাচ শেষে নিজে কি জানালেন হায়দরাবাদি কন্যা ?

হেরেও ফের মুগ্ধ করলেন সিন্ধু, ম্যাচ শেষে নিজে কি জানালেন হায়দরাবাদি কন্যা ?

ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

 • Share this:

  #গ্লাসগো: অলিম্পিকের মতো আর দ্বিতীয় নয়, এবার সোনা জিতেই ফিরবেন পিভি সিন্ধু ৷ হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকাকে নিয়ে রবিবার আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা ৷ কিন্তু শেষপর্যন্ত তা হল না ৷ প্রচণ্ড লড়াই করেও জাপানের নোজোমি ওকুহারার কাছে অবশেষে হার মানতেই হল সিন্ধুকে ৷ ম্যাচ হারলেও দর্শকদের হতাশ করেননি তিনি ৷ বরং সিন্ধুকে ম্যাচ শেষে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন দেশবাসী ৷ ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

  সমর্থকরা সিন্ধুর খেলায় খুশি হলেও হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা নিজে অবশ্য সোনার পদক খুঁইয়ে হতাশ ৷ ম্যাচ শেষে নিজের হতাশা গোপনও করেননি সিন্ধু ৷ তিনি বলেন,

  সত্যিই হতাশ লাগছে। তৃতীয় গেমে সমানে সমান লড়াই হচ্ছিল। ২০-২০ হয়ে যাওয়ার পরে যে কেউ জিততে পারত ম্যাচে। এই ধরনের ম্যাচে সবাই সোনার জন্যই মরিয়া থাকে। কিন্তু শেষ মুহূর্তে জয়ের কাছাকাছি যাওয়া সত্ত্বেও মাত করল ওকুহারাই।

  জাপানের ওকুহারাকে এর আগেও অবশ্য বেশ কয়েকবার হারিয়েছেন সিন্ধু ৷ যার জন্য ফাইনালের আগে তাঁকে নিয়ে প্রত্যাশাও অনেক বেশি ছিল ৷কিন্তু ওকুহারার আরেক নাম ‘জায়ান্ট কিলার’ ৷ যে কোনও দিনই কোর্টে নেমে তিনি যে চমকে দিতে পারেন, তা কারোরই অজানা নয় ৷ রবিবারও ঠিক তেমনটাই ঘটল ৷ চরম চাপের মুখেও ম্যাচ বের করে নিতে সফল জাপানের তারকা ৷ তাঁর সম্পর্কে সিন্ধুও বলেন, ‘‘ ওকুহারা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ওর বিরুদ্ধে খেলা সব সময়েই শক্ত। ওকে মোটেই হাল্কা ভাবে দেখিনি। জানতাম একটা লম্বা ম্যাচ হবে। কিন্তু দিনটা আমার ছিল না।’’ এর সঙ্গে ভারতীয় তারকা যোগ করেন, ‘‘ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে আমি আর সাইনা দু’জনেই পদক নিয়ে ফিরছি। ভারতীয়দের জন্য যা অবশ্যই ভাল খবর। তবে এই ম্যাচ আমাকে আগামী দিনে অনেক আত্মবিশ্বাস জোগাবে।’’

  First published:

  Tags: Bandminton, Glasgow, Nozomi Okuhara, Pv sindhu, World Badminton Championship, পিভি সিন্ধু

  পরবর্তী খবর