corona virus btn
corona virus btn
Loading

৫৪ শটের ‘ম্যারাথন র‍্যালি’তে জিতলেন সিন্ধু, বিপক্ষ গড়াগড়ি খেলেন কোর্টে !

৫৪ শটের ‘ম্যারাথন র‍্যালি’তে জিতলেন সিন্ধু, বিপক্ষ গড়াগড়ি খেলেন কোর্টে !
Photo: AP

৫৪ শটের র‍্যালির পর কোর্টে শুয়েই পড়েন ইয়ামাগুচি ৷

  • Share this:

#দুবাই: ম্যাচ হারলেও নিজের খেলায় সবাইকে মুগ্ধ করলেন পিভি সিন্ধু ৷ রবিবার দুবাই ওয়ার্ল্ড সুপার সিরিজের ফাইনালে এক ঘণ্টা ৩৪ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর অবশেষে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হার মানেন সিন্ধু ৷ খেলার ফল ২১-১৫, ১২-২১, ১৯-২১ ৷ তবে ২০ বছরের ইয়ামাগুচিকে একবার কোর্টে গড়াগড়ি খাইয়েছিলেন সিন্ধু ৷ ৫৪ শটের র‍্যালির পর কোর্টে শুয়েই পড়েন ইয়ামাগুচি ৷ তবে এরপর থেকেই ঘুরে দাঁড়ান তিনি ৷ এবং ম্যাচ জিতেও নেন জাপানি তারকা ৷

ম্যাচে ‘লং র‍্যালি’ অবশ্য সিন্ধুর জন্য কোনও নতুন বিষয় নয় ৷ মাঝেমধ্যেই এমন ম্যারাথন গেম খেলেছেন তিনি ৷ তাতে জিতেওছেন ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ ম্যাচ হারলেও অন্তত ৫৪ শটের র‍্যালির লড়াইয়ে ইয়ামাগুচিকে ধরাশায়ী করতে সফল হায়দরাবাদি শাটলার ৷ দুবাইয়ে এই ম্যাচ জিতে অবশ্য সিন্ধুর বিরুদ্ধে আটের মধ্যে পাঁচটা ম্যাচই জিতে রাখলেন ইয়ামাগুচি ৷ দেখে নিন সেই ম্যারথন লড়াইয়ের ভিডিও ৷

First published: December 19, 2017, 3:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर