• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • কঠোর পরিশ্রমেই এসেছে সাফল্য, জাতীয় সাব জুনিয়র সাঁতারে বাংলার গর্ব সিন্থিয়া

কঠোর পরিশ্রমেই এসেছে সাফল্য, জাতীয় সাব জুনিয়র সাঁতারে বাংলার গর্ব সিন্থিয়া

সিন্থিয়া চৌধুরী

সিন্থিয়া চৌধুরী

 • Share this:

  #তমলুক: দিনের পর দিন বাড়ির বাইরে। জেদ, ধৈর্য। সঙ্গে কঠোর পরিশ্রম। অবশেষে এল সাফল্য। জাতীয় সাব জুনিয়র সাঁতারে বাংলার গর্ব পূর্ব মেদিনীপুরের সিন্থিয়া চৌধুরী।

  ছোট থেকেই জলের সঙ্গে ঘর। তমলুকেই সাঁতারে হাতেখড়ি। কিন্তু বড় লক্ষ্যের টানে বাংলার মায়া কাটিয়ে গোয়া পাড়ি সিন্থিয়ার। সঙ্গে ছিলেন বাবা উদয়ন চৌধুরী। সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে গোয়ার সাঁতার সংস্থায় ট্রেনিং । প্রথম সাফল্য আসে এবছর জুনে রিষড়ায় রাজ্য সাঁতারে। একাধিক বিভাগে সোনা। তারপর বেঙ্গালুরুতে জাতীয় সাঁতারে ব্রোঞ্জ জিততে সফল সিন্থিয়া।

  মেয়ের সঙ্গে দিনের পর দিন গোয়ায় পড়ে থেকেছেন বাবা। সাফল্যের দিনে তৃপ্তি গোটা পরিবারে। তমলুকের জলকন্যা প্রয়াত অভিনেতা শমিত ভঞ্জের আত্মীয়। বাবা-মা চান, সিন্থিয়াও যেন নিজের গুণে আরও বিখ্যাত হয়।

  First published: