Home /News /sports /
জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধুকে হারিয়ে উচ্ছ্বসিত সাইনা !

জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধুকে হারিয়ে উচ্ছ্বসিত সাইনা !

Photo : Saina Nehwal/ Twitter Handle

Photo : Saina Nehwal/ Twitter Handle

ভিয়েতনামে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের দিনই নাগপুরে জাতীয় চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল ৷

 • Share this:

  #নাগপুর: ভিয়েতনামে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের দিনই নাগপুরে জাতীয় চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল ৷ দুই হায়দরাবাদি তারকা  সিন্ধু-সাইনার লড়াই মানেই এখন ‘এল ক্লাসিকো’ ৷ সেই লড়াইয়ে বুধবার সহজেই জয় পেলেন সাইনা নেহওয়াল ৷ খেলার ফল সাইনার পক্ষে ২১-১৭, ২৭-২৫ ৷

  আন্তর্জাতিক পর্যায় সিন্ধু গত কয়েকবছরে সাইনাকে টপকে গেলেও নিজের হারানো সিংহাসন ফিরে পেতে এখন মরিয়া সাইনা ৷ রিও অলিম্পিকে রূপোজয়ী সিন্ধুকে এদিন ভালমতোই পরাস্ত করলেন সাইনা ৷ নাগপুর থেকেই যেন প্রত্যাবর্তনের লড়াই শুরু করে দিলেন তিনি ৷

  PTI11_8_2017_000257B

  গ্লাসগোয় বিশ্বচ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেও সেমিফাইনাল থেকে ছিটকে যান সাইনা। সেখানে রুপো পান সিন্ধু। তবে ব্রোঞ্জ পেলেও সাইনার পারফরম্যান্স নজর কেড়েছিল সেবার।

  সাইনা শেষ বার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন ২০০৭ সালে। সিন্ধু অবশ্য চার বছর আগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন এই টুর্নামেন্টে। এ বারও তাঁকেই ফেভারিট ধরা হলেও এদিন ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিয়ে চমকে দিলেন সাইনা ৷ জিতে স্বভাবতই খুশি সাইনা ৷ টুইটারে ট্রফি হাতে ছবি পোস্ট করে লিখলেন ‘আমি গর্বিত’ ৷

  First published:

  Tags: Pv sindhu, Saina Nehwal, Senior National Badminton Championship

  পরবর্তী খবর