মা হলেন সেরেনা, ট্যুইটারে শুভেচ্ছার বন্যা !

Photo: Getty Images

Photo: Getty Images

শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ছোট উইলিয়ামস বোন।

  • Last Updated :
  • Share this:

    #ওয়াশিংটন: মা হলেন সেরেনা উইলিয়ামস। শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ছোট উইলিয়ামস বোন।

    অস্ট্রেলিয়ান ওপেন খেলার সময়ই তিনি যে অন্তঃস্বত্তা, সেটা জানিয়েছিলেন সেরেনা। বুধবার ফ্লোরিডার সেন্ট মেরি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। নবজাতকের ওজন ৩ কিলো ৯০ গ্রাম। মা ও সন্তান, দু’জনেই ভাল রয়েছেন।

    এদিকে খবর জানার পরই শুভেচ্ছার বন্য সোশ্যাল সাইটে। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাফায়েল নাদাল, পপতারকা বিয়ন্সে নোয়েলস-সহ অন্যরা।

    A post shared by Beyoncé (@beyonce) on

    First published:

    Tags: Baby Girl, First Child, Serena Willams