#হায়দরাবাদ : সদ্য ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফিরেছেন পিভি সিন্ধু ৷ রূপো জয়ী সিন্ধু-র এবার পাখির চোখ এশিয়ান গেমস ৷
চার বছর আগে এশিয়ান গেমসে একটি ব্রোঞ্জ এসেছিল ৷ এবার তার চেয়ে ভালো করবেন ভারতীয় শাটলাররা আশাবাদী হায়দরাবাদী কন্যা ৷ সিন্ধু-র মতে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বেশি সময় না পাওয়া গেলেও দল ভালো ফলই করবে ৷ ২০১৪-তে ইনচিওনে ভারতীয় মহিলারা দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন ৷ এবার ১৮ তারিখ থেকে জাকার্তায় শুরু হবে এশিয়ান গেমস ৷
সিন্ধু বলেছেন, ‘‘ এটা একদম অন্যরকম ৷ আমাদের দলগত ইভেন্ট থাকবে, ব্যক্তিগত ইভেন্টও থাকবে ৷ খুব অল্প সময় আছে তৈরি হওয়ার জন্য ৷ দল হিসেবে আমরা আগের বার ব্রোঞ্জ পেয়েছিলাম এবার তার চেয়ে ভালো কিছু করতে চাই ৷ ’’
রবিবার নিজের দ্বিতীয় বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ রূপো জিতেছেন পিভি সিন্ধু ৷ সেটা বাড়তি মোটিভেশন হিসেবে কাজ করবে মানছেন ভারতের তারকা শাটলার ৷
আরও পড়ুন - অনুষ্কাও ভারতীয় ক্রিকেট দলের সদস্য! রেগে আগুন ফ্যানরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।