• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • কামসূত্রের আদলে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো ! দুনিয়া ঘিরে বিতর্ক

কামসূত্রের আদলে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো ! দুনিয়া ঘিরে বিতর্ক

Photo Credit: World Chess

Photo Credit: World Chess

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো প্রকাশিত হতেই ঝড় উঠেছে সারা বিশ্বজুড়ে ৷

 • Share this:
  #লন্ডন: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো প্রকাশিত হতেই ঝড় উঠেছে সারা বিশ্বজুড়ে ৷ সামান্য একটা লোগো প্রকাশ, আর তাতেই এমন হুলুস্থুলু কাণ্ড কেন ? কারণ অবশ্যই আছে ৷ দাবা চ্যাম্পিয়নশিপের ‘অদ্ভূত’ লোগো ঘিরে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷   কেউ বলছেন ‘সেক্সি’ লোগো। আবার কারোর মতে এ যে কামসূত্র ! কেউ আবার একটু ভেবে বলছেন, প্রাপ্তবয়স্কদের জন্যই এই লোগো। তবে অধিকাংশই একটা বিষয় একমত ৷ এই ধরণের লোগো খেলাধূলার ক্ষেত্রে মেনে  নেওয়া সম্ভব নয় ৷ এর প্রভাব পড়বে তরুণ প্রজন্মের মধ্যে ৷   ২০১৮, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আসর বসছে লন্ডনে। সেই লোগো এমনই তৈরি হয়েছে, যে হঠাৎ করে দেখে মনে হচ্ছে এ কোনও কামসূত্রের  পোজ ৷ দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপের লোগো এমন উদ্ভট কেন ? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক ৷ তবে আয়োজকরা অবশ্য মানতে নারাজ ৷ তাঁদের দাবি চেকমেট নয়, দাবা হোক ‘সোলমেট’ ৷ এবারের টুর্নামেন্টে এটাই নাকি স্লোগান ৷ ১৮৮৬-তে শুরু হওয়া দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপে এমন লোগো যে যথেষ্ট চমকে দেওয়ার মতোই , সেব্যাপারে কোনও সন্দেহ নেই ৷ 
  First published: