• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • শীতকালীন অলিম্পিকের অন্যতম আকর্ষণ ফিগার স্কেটিং, দলগত ইভেন্টে শীর্ষে কানাডা

শীতকালীন অলিম্পিকের অন্যতম আকর্ষণ ফিগার স্কেটিং, দলগত ইভেন্টে শীর্ষে কানাডা

Representational Image

Representational Image

শীতকালীন অলিম্পিকে প্রতিবার সবচেয়ে গ্ল্যামারে ঠাসা ইভেন্ট হিসেবে থাকে ফিগার স্কেটিং।

 • Share this:

  #পিয়ংচ্যাং: শীতকালীন অলিম্পিকে প্রতিবার সবচেয়ে গ্ল্যামারে ঠাসা ইভেন্ট হিসেবে থাকে ফিগার স্কেটিং। যে খেলায় মিশে থাকে শিল্পের লাবন্য। সুরের ছোঁয়া। আর স্কেটিংয়ের থ্রিল। এবারের ইভেন্ট প্রথমদিনই জমজমাট।

  গ্যাংনুয়াং আইস এরিনা। পিয়ংচ্যাংয়ের এই ইন্ডোর স্টেডিয়ামেই বসছে এবারের শীতকালীন অলিম্পিকের ফিগার স্কেটিংয়ের আসর। প্রথম দিনই শুরু হয়ে গেছে পুরুষদের ইভেন্ট। সঙ্গে জোড়ায় জোড়ায়।যোগ্যতাঅর্জন পর্ব থেকেই লড়াই জমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার।

  পুরুষদের ইভেন্টে কানাডা পেয়েছে ৮ পয়েন্ট। আর যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৭। তবে মিক্সড ইভেন্টে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ২ পয়েন্ট বেশি পেয়েছে কানাডা। সবমিলিয়ে প্রথম দিনের শেষে কানাডার সংগ্রহ ১৭ পয়েন্ট। আপাতত তারাই শীর্ষে। আর মার্কিনরা ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে।তবে লড়াই সবে শুরু হয়েছে। ১৩ পয়েন্টে যুগ্মভাবে রয়েছে জাপান আর রুশ অলিম্পিক দল। তাই আগামী কয়েকদিন আরও কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে যুক্তরাষ্ট্র আর কানাডা।

  First published: