Home /News /sports /
2018 এশিয়ান গেমস: জেনে নিন কয়েকটি তথ্য

2018 এশিয়ান গেমস: জেনে নিন কয়েকটি তথ্য

Photo Courtesy : Reuters

Photo Courtesy : Reuters

আর দিন কয়েক তারপরেই এশিয়ান গেমস শুরু, এই তথ্যগুলো জানেন তো

 • Share this:

  #জাকার্তা : ১৮ তারিখ থেকে ইন্দোনেশিয়ার দুই শহরে শুরু হবে ২০১৮ এশিয়ান গেমস ৷ জাকার্তা ও পালেমবাং দুই শহরেই হবে এশিয়াডের সমস্ত ইভেন্ট ৷

  এবারের এশিয়ান গেমসের ম্যাসকট বার্ড অফ প্যারাডাইস দেরাওয়ান ৷ ইন্দোনেশিয়ান মার্শাল আর্টের ঢঙে পোশাক পরে রয়েছে দেরাওয়ান ৷ পোশাকের নাম পেনসাক সিলাট ৷ দেরওয়ান দেশের প্রাচীনতম মার্শাল আর্টকে বিশ্বমঞ্চে পৌঁছে দিচ্ছে ৷

  ২০১৬- একবার এই ম্যাসকটকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হয় আয়োজকদের ৷ কারণ দেরওয়ান নিজস্ব একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গিয়েছিল ৷ তবে পরে দেরওয়ানের সঙ্গে ৩ জন করে দেওয়া হয় ৷ নাম বদলে যায় দেরওয়ানের ৷ গ্রেটার বার্ড অফ প্যারাডাইস ভিন ভিন আসে তার বদলে ৷ তাছাড়া আরও আসে বাউইয়ান হরিণ যার নাম আতুঙ্গ, আর জাভা-র গন্ডার কাকা ৷ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, ও পশ্চিমাঞ্চলের প্রতিনিধি এই তিনটি প্রাণী ৷

  এদিকে ইন্দোনেশিয়ার এশিয়ান গেমস আয়োজক সংস্থা (INASGOC) ২০১৮ এশিয়ান গেমসের জন্য অফিসিয়াল মিউজিক অ্যালবামও রিলিজ করেছে ৷

  আরও পড়ুন - ঘর বাঁধলেন হাসিন জাহান, দেখে নিন ভিডিও

  অ্যালবামের নাম ‘এনার্জি অফ এশিয়া’ ৷ এতে রয়েছে মোট ১৩ টি গান ৷ বিভিন্ন মিশ্র ঘরানার শিল্পীরা গান গেয়েছেন এই অ্যালবামে ৷

  First published:

  Tags: Asian Games 2018, Jakarta Asian Games

  পরবর্তী খবর