#ব্রেদা : হকির চ্যাম্পিয়ন্স ট্রফিরে ফাইনালে দারুণ শুরু করল ভারত ৷ পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডসের মাটিতে দুরন্ত মনদীপ-রমনদীপরা ৷
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল ভারত ৷ ম্যাচের ২৫ মিনিটেই রমণদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত ৷ এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাকিস্তানও ৷ কিন্তু দু‘দলের কেউই গোলমুখ খুলতে পারছিল না ৷
তবে শুরু থেকে আক্রমণাত্মক ভারত ম্যাচের শেষ দশ মিনিটে একেবারে ছিঁড়ে খায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ৷ ৫৪ মিনিটে দিলপ্রীত সিং ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন ৷ আক্রমণের ঝাঁঝ বাড়াতে পাকিস্তান নিজেদের গোলরক্ষককেও আক্রমণাত্মক পজিশনে তুলে আনে ৷ কিন্তু সিদ্ধান্তটি ব্যাকফায়ার করে ৷ স্লাইডিংয়ে ভারতের তিন নম্বর গোল করেন মনদীপ সিং ৷ ৫৯ মিনিটে আরও একটি গোল সেরে নেন ললিত ৷
Congratulations to our men’s team @TheHockeyIndia for a rocking victory against Pakistan in their opening game of #HCT2018 #IndiaKaGame pic.twitter.com/sDyiUBWmaI
— Rani Rampal (@imranirampal) 23 June 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Champions Trophy, Hockey, India, Pakistan