corona virus btn
corona virus btn
Loading

হং কং সুপার সিরিজের ফাইনালে সিন্ধু

হং কং সুপার সিরিজের ফাইনালে সিন্ধু
Photo: Twitter

হংকং সুপার সিরিজের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ৷

  • Share this:

#হং কং:  ফের দুরন্ত সিন্ধু। হংকং সুপার সিরিজের ফাইনালে উঠলেন পিভি হায়দরাবাদি শাটলার ৷

কোয়ার্টার ফাইনাল জিততে সময় নিয়েছিলেন ৩৭ মিনিট। শনিবার সেমিফাইনাল জিততে সময় নিলেন এর মাত্র ৫ মিনিট বেশি। শেষ চারের লড়াইয়ে থাইল্যান্ডের রচানক ইন্তাননকে হারালেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৭, ২১-১৭।

এর আগে কোয়ার্টার ফাইনালে জপানের আকানে ইয়ামাগুচিকে হারান হায়দরাবাদী শার্টলার। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ শীর্ষ বাছাই বিশ্বের ১ নম্বর চিনা তাইপে-র তাই-জু-ইং।

First published: November 25, 2017, 8:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर