Home /News /sports /
ইংরেজি বলা নিয়ে ট্যুইট করে হিমাকে অপমান ফেডারেশনের, দেশ জুড়ে প্রতিবাদের ঝড় !

ইংরেজি বলা নিয়ে ট্যুইট করে হিমাকে অপমান ফেডারেশনের, দেশ জুড়ে প্রতিবাদের ঝড় !

Photo Courtesy: AP

Photo Courtesy: AP

অসমের অ্যাথলিট সোনা জেতার পর এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন।

  • Share this:

    #টাম্পেরে: ট্যুইট করে বিপাকে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। সোনা জয়ী অ্যাথলিট হিমা দাসের ইংরেজি বলার ধরণ নিয়ে ট্যুইট করে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)। ফিনল্যান্ডে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বৃহস্পতিবার সোনা জেতেন হিমা।

    অসমের অ্যাথলিট সোনা জেতার পর এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের ভিডিওটি ট্যুইট করেছে ফেডারেশন। টুইটে লেখা হয়, ‘' ইংরেজিতে সে পারদর্শী নয়, কিন্তু সেখানেও খুব চেষ্টা করেছে সে।’’ এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক দেখে পরে ক্ষমা চাওয়া হয় ফেডারেশনের তরফে। ​

    First published:

    Tags: Athletics Federation of India, Hima Das, IAAF World U20 Championships, Indian Athlete, Tampere