corona virus btn
corona virus btn
Loading

চিকিৎসার জন্য টাকা ছিল না, এশিয়ান গেমসে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিটের মৃত্যু

চিকিৎসার জন্য টাকা ছিল না, এশিয়ান গেমসে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিটের মৃত্যু
Hakam Singh
  • Share this:

#চণ্ডীগড়: মৃত্যুর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালানোর পর অবশেষে হার মানলেন ১৯৭৮ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট হাকাম সিং ভট্টল ৷ পঞ্জাবের সাঙ্গরুরের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ দীর্ঘদিন ধরেই লিভার এবং কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ আর্থিক দুরবস্থার জন্য চিকিৎসার টাকাও ছিল না তাঁর কাছে ৷ অনেক সাহায্য চেয়েও পাননি ৷ শেষপর্যন্ত মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷

১৯৭৮ -এর এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন হাকাম। পুরুষদের ২০ কিমি হাঁটার রেসে দেশকে পদক এনে দিয়েছিলেন তিনি। ঠিক তার পরের বছরেই টোকিও-তে ১৯৭৯ সালে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি ৷ এরপর দুর্ঘটনায় আক্রান্ত হলে অবসর নিতে বাধ্য হন ৷ তারপর থেকেই তাঁর দুঃখের দিন শুরু ৷ নানা জায়গায় আর্থিক সাহায্য চেয়েও পাননি হাকাম সিংয়ের পরিবার ৷

First published: August 14, 2018, 5:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर