#জাকার্তা: এশিয়ান গেমসে ভারতের সপ্তম সোনা। শটপাটে সোনা পেলেন তেজিন্দরপাল সিং তুর। সেইসঙ্গে তৈরি হল এশিয়ান গেমসে রেকর্ডও। তেজিন্দর ছুঁড়লেন ২০.৭৫ মিটার। এশিয়ান গেমসের ইতিহাসে যেটা রেকর্ড। ভারতের সপ্তম সোনা ঝুলিতে আসার পরেই ট্যুইটারে শুভেচ্ছার বন্য। তেজিন্দরপালকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ইভেন্টের প্রথম থেকেই দাপট রেখেছিলেন তেজিন্দরপাল সিং। যেটা বজায় ছিল একেবারে শেষ পর্যন্ত।
Congratulations Tajinder Pal Singh Toor on winning Gold Medal for #India in Men's Shotput at #AsianGames2018 You have set a new Games record. We are all proud of you.
— Rajat Sharma (@RajatSharmaLive) August 25, 2018
তবে সোনা পাওয়ার দিনেও হতাশা থাকল একরাশ। স্কোয়াশে ইভেন্টে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের হ্যাটট্রিক ভারতের। স্কোয়াশে সেমিফাইনালে হারলেন সৌরভ ঘোষাল, দীপিকা পল্লিকল ও জ্যোৎস্না চিনাপ্পা। অন্যদিকে ব্যাডমিন্টনে কোয়ার্টারে পৌঁছলেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল। মেয়েদের ডাবলসে কোয়ার্টারে হার অশ্বিনী পোন্নাপ্পা ও সিক্কি রেড্ডি জুটির।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ১০০ মিটার হিটে সেমিফাইনালে পৌঁছলেন দ্যুতি চাঁদ। ৪০০ মিটারে ফাইনালে হিমা দাস। একই ইভেন্টে ছেলেদের বিভাগে ফাইনালে মহম্মদ আনাস। হ্যামার থ্রো-তে ৫ নম্বরে শেষ করলেন সরিতা সিং। লং জাম্পে ফাইনালে শ্রীশঙ্কর। মেয়েদের ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টারে পবিত্রা। কমনওয়েলথে পদক পেলেও এশিয়ান গেমসে হতাশ করলেন শুটার অনিশ ভানওয়ালা।
That proud moment when Tejinder pal Singh Toor won GOLD for INDIA in shot put and