#জাকার্তা: অলিম্পিক, কমনওয়েলথের পর এ বার এশিয়ান গেমসেও শুরু সিন্ধু-সভ্যতা৷ ঐতিহাসিক ম্যাচে মঙ্গলবার সোনা জয়ের লক্ষ্যে নামছেন পি ভি সিন্ধু৷ মুখোমুখি হবেন বিশ্বের ১ নম্বর তাই জু ইয়ংয়েরয়ের বিরুদ্ধে৷ এই সেই তাই জু, যাঁকে অলিম্পিকের প্রি-কোয়ার্টারে হারিয়েছিলেন সিন্ধু৷
এশিয়াডে মেয়েদের ব্যাডমিন্টন ফাইনালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফাইনালে উঠলেন সিন্ধু৷ বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে সিন্ধু ৩ নম্বরে৷ সিন্ধুর প্রতিদ্বন্দ্বী হলেন বিশ্বের ১ নম্বর র্যাঙ্কের৷ এখনও পর্যন্ত এঁরা দুজন যতবার মুখোমুখি হয়েছেন, তাতে ৩-৮ পিছিয়ে সিন্ধু৷
জাপানি বোমাকে উড়িয়ে দিয়ে সোমবারই এশিয়ান গেমসে মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে পৌঁছে যান পিভি সিন্ধু ৷ ২-১ গেমে প্রতিপক্ষকে প্যাকআপ করে দেন হায়দরাবাদি শাটলার ৷