• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ইডেনে আমন্ত্রিতদের তালিকায় থাকতে পারেন, এবার কি ধারাভাষ্যকারের ভূমিকায় ধোনি ?

ইডেনে আমন্ত্রিতদের তালিকায় থাকতে পারেন, এবার কি ধারাভাষ্যকারের ভূমিকায় ধোনি ?

 • Share this:

  #কলকাতা: বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি ৷ ফের কবে তিনি মাঠে ফিরবেন, বাকি অবসর নেবেন ৷ এই নিয়ে অনেক জল্পনা ৷ ইডেনে আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে দিন-রাতের টেস্ট ৷ ওই টেস্টে আমন্ত্রিতদের তালিকায় থাকতে পারেন মহেন্দ্র সিং ধোনিও ৷ ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে ধোনিকে ৷ ম্যাচের সম্প্রচারের দায়িত্বে থাকা টিভি সংস্থার পক্ষ থেকেই এমন চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

  দেশের মাটিতে প্রথমবার আয়োজিত হচ্ছে দিন-রাতের টেস্ট ৷ ইডেনে গোলাপি বলের টেস্টকে জমজমাট করতে আয়োজনে কোনও ক্রুটি রাখছেন না নতুন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ধোনিকে টেস্টের প্রথম দু’দিন ইডেনে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে ৷ এমনটা হলে এই প্রথমবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷

  First published: