#আহমেদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আর কয়েক ঘণ্টা পর শুরু হবে পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের (India vs England T20Is) প্রথম ম্যাচ৷ বিরাট কোহলি (Viart Kohli) বনাম ইয়ন মর্গ্যানদের (Eoin Morgan) সবকটি ম্যাচই হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ৷
করোনা মহামারির কথা মাথায় রেখে মাত্র ৫০ শতাংশ দর্শকই থাকবে মাঠে৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন (Gujarat Cricket Association, GCA)৷ কোভিড-১৯ সম্পর্কিত যাবতীয় বিধি মেনেই হবে সিরিজ৷ সেই মতোই সাধবানতা অবলম্বন করা হয়েছে৷ মোতেরা অনুসরণ করবে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স ওরফে 'এসওপি' (standard operating procedures, SOPs)
It's Match Day!#TeamIndia is all set to take on England in the first T20I at the Narendra Modi Stadium. Are you ready?@Paytm #INDvENG pic.twitter.com/oryttOFj0T
— BCCI (@BCCI) March 12, 2021
জিসিএ-র সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি বলছেন, "করোনা মহামারির জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমরা মাত্র ৫০ শতাংশ দর্শক আসনই ব্যবহার করব৷ ম্যাচের টিকিট অনলাইন এবং অফলাইনে ছাড়া হবে৷" দর্শকদের সাবধানতার জন্য পুরো স্টেডিয়াম স্যানিটাইজ করা হয়েছে৷ বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যারা দেখবে যাবতীয় করোনা নির্দেশিকা ভাবে মানা হচ্ছে কি না!
গত মাসে প্রায় দেড় বছর পর দর্শক ফিরেছিল ভারতীয় ক্রিকেটে। ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের আগে সময় কম থাকায় চিপকে দর্শক প্রবেশের ব্যবস্থা করা যায়নি। কিন্তু দ্বিতীয় টেস্টেই চিপকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয় তামিলনাড়ু রাজ্য সংস্থা। টি-২০ সিরিজ নিয়ে এমনিই দর্শকের মধ্যে আলাদা একটা উন্মাদনা রয়েছে৷ এতদিন খেলার মাঠে খেলা দেখতে না-পারার অভাব কাটাতে চাইছেন ফ্যানেরা৷