• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ভারতের এক নম্বর পেসার এখন রিজার্ভ ব্যাঙ্কের সহকারি ম্যানেজার

ভারতের এক নম্বর পেসার এখন রিজার্ভ ব্যাঙ্কের সহকারি ম্যানেজার

এক যুগ পর অবশেষে সরকারি চাকরি পেলেন তিনি ৷

এক যুগ পর অবশেষে সরকারি চাকরি পেলেন তিনি ৷

এক যুগ পর অবশেষে সরকারি চাকরি পেলেন তিনি ৷

 • Share this:

  #নাগপুর: উমেশ যাদব ৷ ভারতীয় দলের এই পেসার  এখন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছেই অত্যন্ত পরিচিত ৷ কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি ৷ এবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নতুন সরকারি চাকরিও জুটে গেল উমেশের ৷ ২৯ বছরের এই ভারতীয় পেসার নাগপুরের রিজার্ভ ব্যাঙ্কে সহকারি ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন।

  আরও পড়ুন:-

  ফেসবুকে ‘ইসলাম বিরোধী’ ছবি পোস্ট করে বিতর্কে ইরফান

  ছোটবেলার থেকেই বাড়ির লোকজন চাইতেন উমেশ কোনও সরকারি চাকরি করুক ৷ সেইমতো কনস্টেবলের চাকরির পরীক্ষাতেও বসেছিলেন ভারতীয় পেসার ৷ কিন্তু পাশ করতে পারেননি ৷ এক যুগ পর অবশেষে সরকারি চাকরি পেলেন তিনি ৷ যখন সেটার তেমন প্রয়োজন নেই ৷ ভারতীয় দলের অন্যতম সেরা পেসার হঠাৎই হয়ে গেলেন ব্যাঙ্কের ম্যানেজার !

  এই চাকরির কথাটা অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল উমেশের ৷ তবে স্পোর্টস কোটায় এত বড় পোস্টের চাকরি শুরুতেই পাওয়াটাও যথেষ্ট বড় প্রাপ্তি ৷

  First published: