corona virus btn
corona virus btn
Loading

কিং কোহলির জন্মদিনে ধোনি কী বিশেষ বার্তা দিলেন ? দেখে নিন

কিং কোহলির জন্মদিনে ধোনি কী বিশেষ বার্তা দিলেন ? দেখে নিন
File Photo
  • Share this:

#মুম্বই: কিং কোহলির জন্মদিন বলে কথা ৷ সেলিব্রেশন তো হবেই ৷ ভারত অধিনায়ক নিজে এখন বিশ্রামে থাকলেও তাঁর টিমমেটরা ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে ৷ সোমবার কোহলির ৩০তম জন্মদিনে অবশ্য ভারতীয় দলের টিমমেটরা তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ বিসিসিআয়ের তরফেই টুইটারে এবং অফিশিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করা হয় ৷ যেখানে টিম ইন্ডিয়ার সব ক্রিকেটাররাই তাঁদের প্রিয় অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

কোহলি আপাতত ছুটি কাটাচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে।। কোহলির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘‘ওর জন্মের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’’

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। যেখানে মহেন্দ্র সিং ধোনির ভিডিও বার্তা অবশ্যই ছিল সবচেয়ে মজার ৷ ভিডিওতে খেলনা পিস্তল হাতে কোহলির ছোটবেলার একটি ছবি দেখিয়ে বলতে শোনা যায়, ‘‘এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, তুমি পাবজির কত বড় ভক্ত। তুমি এসে মণীশ পাণ্ডেকে একটু খেলাটা শিখিয়ে দিও।’’

পুরো ভিডিও দেখতে ক্লিক করুন----> Kohli Birthday Wish

First published: November 6, 2018, 11:03 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर