কলকাতা: আত্মতুষ্টি নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস। নাকি সব ছাপিয়ে পিচ বিতর্ক। কারণ যাই হোক না কেন রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে লজ্জার হার বাংলা দলের। গোটা টুর্নামেন্টের একটিও ম্যাচ না হারলেও নিয়ম রক্ষা শেষ ম্যাচে হারতে হল মনোজ তিওয়ারির দলকে। ৭ উইকেটে জয় পেল ওড়িশা। যদিও ম্যাচ হেরে গ্রুপ টপ করেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। সাত ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এ গ্রুপের এক নম্বর দল বাংলা। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খন্ড। গ্রুপ সি থেকে রানার্স হয়েছে ধোনির রাজ্য। গত বছর রঞ্জিতেও এই দুই রাজ্য মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বিশ্ব রেকর্ড করে জয় পেয়েছিল বাংলা দল।
তবে কোয়ার্টার ফাইনালে নামার আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার চিন্তা দলের ব্যাটিং বিপর্যয়। ওড়িশার বিরুদ্ধে যেভাবে মুখ থুবড়ে পড়লেন বাংলার ব্যাটাররা তাতে রঞ্জি জয়ের স্বপ্ন ধাক্কা খেতে পারে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কায় ১০০ রানে অলআউট। ফলো অন খেয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলা। কিন্তু ঈশ্বরনের সেঞ্চুরি আর মনোজ ও সুদীপ ঘরামির হাফ সেঞ্চুরি ছাড়া বাকি ব্যাটারদের স্কোর ফোন নাম্বারের সমান। ২২০ রানে ৩ উইকেট থেকে ২৭৬-এ অলআউট বাংলা। ৫৬ রানে ছয় উইকেট হারায় মনোজের দল।
ওপেনিং এর সুযোগ পাওয়া করণলাল ২ ইনিংসেই ব্যর্থ। চলতি ম্যাচে অভিষেক হওয়া অলরাউন্ডার আকাশ ঘটকও সেভাবে দাগ কাটতে পারলেন না। ব্যাট হাতে রান নেই। বল হাতেও সাদামাটা। উইকেট কিপার অভিষেক কিছুটা চেষ্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে ওড়িশার বিরুদ্ধে মাত্র ১১১ রানের লক্ষ্যমাত্রা রাখতে পেরেছিল বাংলা। তার ওপরে বাঁ হাতে চোট পেয়ে দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি অনুষ্টুপ মজুমদার। বাংলা ক্রিকেট দলের ক্রাইসিস ম্যানের ব্যাট করতে না পারাটা বড় ক্রাইসিস হয়ে দেখা দিল। ১১১ রান তারা করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ওড়িশা দল।
এই ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনালে বাংলা যোগ্যতা অর্জন করে ফেলায় ইডেনে গ্রুপের শেষ ম্যাচ মনোজদের কাছে ছিল নিয়মরক্ষার। আর নকআউট পর্বের আগে দলের ভুল ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ। তবে শেষ খেলায় ভুল শুধরে নেওয়া তো দূরের কথা আরও একাধিক ফাটল বাংলা দলের স্পষ্ট। সাত ম্যাচ পরেও ওপেনিং জুটি তৈরি হল না। মনোজ, অভিমুন্য আর অনুষ্টুপ ছাড়া রান করার কেউ নেই। ব্যাটিং অর্ডার কবে কি করবে কেউই বলতে পারবেন না। নতুনরা যারা সুযোগ পেলেন তারা কেউই আহামরি নয়।
আরও পড়ুনঃ Lionel Messi: বরফে ঘেরা পুলের জলে উষ্ণতার খোঁজে মেসি, আল্পসে ভাইরাল লিও-আন্তোনেলার রোম্যান্স
তার ওপরে দুশ্চিন্তা বাড়লো কারণ ভারতীয় দলে থাকায় ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলার হয়ে খেলতে পারবেন না মুকেশ কুমার। মহম্মদ সামিকে খেলানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। ওড়িশা ম্যাচ শুরু হয়েছিল পিচ বিতর্ক নিয়ে। শীতের ইডেনে পিচ ভিজে থাকায় প্রথম দিন চার ঘন্টা খেলা হয়নি। তবে সেই বিতর্ক ছাপিয়ে বাংলার ব্যাটিং বিপর্যয় এখন হেডলাইন। ৩১ শে জানুয়ারি থেকে ইডেনে কোয়ার্টার ফাইনালে নামার আগে হাতে মাত্র দিন তিনেক সময়। তাই সব মিলিয়ে নক আউট এর আগে দুশ্চিন্তায় বাংলা দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricket Team, Eden Gardens, Kolkata, Odisha, Ranji Trophy