হোম /খবর /খেলা /
কলকাতায় এবার বিশ্বকাপ সেমিফাইনাল? ফাইনাল কোথায়? এল বড় খবর

কলকাতায় এবার বিশ্বকাপ সেমিফাইনাল? ফাইনাল কোথায়? এল বড় খবর

ODI World Cup 2023: এবার ভারতে বিশ্বকাপ। কোথায় কোথায় সব ম্যাচ হবে, জেনে নিন।

  • Share this:

কলকাতা: বিশ্বকাপ ক্রিকেটের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথমবার এককভাবে একদিনের বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

সম্ভাব্য তারিখ থেকে কোথায় কোথায় ম্যাচ হবে তাও প্রাথমিক ভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ সূচি ঘোষণা হওয়ার পালা। ‌ ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা হবে এপ্রিল মাসেই।

ইতিমধ্যেই আইসিসির বোর্ড বৈঠকে বিশ্বকাপ আয়োজন নিয়ে এক দফা আলোচনাও হয়ে গিয়েছে। মোট ৪৮ টা ম্যাচ হবে বারোটা ভেন্যুতে। আহমেদাবাদ,ব্যাঙ্গালুরু, চেন্নাই দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, লখনৌ, মুম্বই ,রাজকোট ও কলকাতা চিহ্নিত হয়েছে ম্যাচ আয়োজনের জন্য বিশ্বকাপের।

আরও পড়ুন- কী মারাত্মক 'কিপটে' রে বাবা! চিনে নিন আইপিএলের এই ক্রিকেটারদের

১২ টি জায়গায় মোট ৪৮ টি ম্যাচ হবে বিশ্বকাপে। সূত্রের খবর, প্রত্যেকটা মাঠ চারটি করে ম্যাচ পেতে পারে। দুটি সেমিফাইনাল মুম্বই এবং কলকাতায় হতে পারে বলে খবর।

ইতিমধ্যেই সিএবি কর্তারা সেমিফাইনাল ম্যাচ পাওয়ার ব্যাপারে বিসিসিআই তে দাবি জানিয়ে এসেছেন। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে এর মধ্যেই পাকিস্তান‌ ক্রিকেট বোর্ডের পাল্টা চাপের খেলা শুরু হয়েছে।‌

এশিয়া কাপ নিয়ে জল্পনার মধ্যে উঠে এসেছে বিশ্বকাপ নিয়ে নতুন অঙ্ক। শোনা যাচ্ছে, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলি ভারতের পরিবর্তে বাংলাদেশে খেলতে আগ্রহী। পাকিস্তান বোর্ড সূত্রে খবর, এশিয়া কাপে ভারত পাকিস্তানের বদলে অন্য দেশের মাটিতে খেললে বিশ্বকাপে একইরকম পন্থা নেবে পাকিস্তান।

তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এসিসি বা আইসিসি। পাক বোর্ডের এমন মনোভাবের মূলে রয়েছে আরও গভীর কারণ। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও পড়ুন- প্রথম থেকেই আইপিএল খেলতে চান সাকিব! সিদ্ধান্ত বদলের ভাবনায় বাংলাদেশ

এই পরিস্থিতিতে ভারত যদি এশিয়া কাপের ম্যাচ অন্য দেশে খেলার ছাড়পত্র পায় তাহলে ২০২৫ সালেও একই কারণ দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করতে পারে তারা। ফলে পাল্টা চাপের রাস্তা নিচ্ছে পিসিবি।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে বেশি পাত্তা দিতে নারাজ। ২০১১ এবং ২০১৬ সালে একদিন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান।

বোর্ড কর্তারা মনে করছেন, যতই পিসিবি ভারতে না আসার হুমকি দিক না কেন শেষ পর্যন্ত ভারতেই পাকিস্তানের সব ম্যাচ আয়োজন হবে।

Published by:Suman Majumder
First published:

Tags: ODI world cup 2023, Team India