কলকাতা: ঠিক ১২ বছর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। আর আজকের দিনেই একদিনের বিশ্বকাপের লোগো উন্মোচন করে দিল আইসিসি।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। এবার আসন্ন এই টুর্নামেন্টের লোগা রিলিজ করে দিল আইসিসি। ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তির দিন এই লোগো রিলিজ করা হল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগোর 'নভরাসা' নাম দেওয়া হয়েছে। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে এই নাম।আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। এই লোগো এতগুলি আবেগের মিশ্রণ।
আরও পড়ুন- খেতাব রক্ষার লড়াইতে নেমেই বড় ধাক্কা, দু রান বাঁচানোর চক্করে বড় ক্ষতি তারকার
৪৬ দিন ধরে চলবে এবারের বিশ্বকাপ। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ হবে। ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে হবে সব ম্যাচ।
২ এপ্রিল, ২০১১। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ঐতিহাসিক দিন ছিল। ওই দিন শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপ জেতে। এক যুগ পর আবার সেই দিনেই একদিনের বিশ্বকাপের লোগো প্রকাশ করল আইসিসি।
ব্র্যান্ড উন্মোচন নিয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এদিন বলেন, ‘ছমাস বাকি থাকতেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সত্যিই উত্তেজনা তৈরি হতে শুরু করেছে। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে, ঘরের মাঠে বিশ্বকাপ খেলার। সেই স্বপ্ন এবার অনেকের পূরণ হবে।
আরও পড়ুন- লেগে রয়েছে বদনাম, মুম্বইয়ের রোহিতের আজ বড় চ্যালেঞ্জ দাগ ঘোচানোর
তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে তো আরও বেশি করে এই স্বপ্ন দেখেছি আমি। বিশ্বকাপের জন্য আমার আর তর সইছে না। আগামী কয়েক মাসে সেরা প্রস্তুতি নিতে সব কিছুই করব আমরা। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে আমাদের বাড়তি উত্তেজনা রয়েছে। ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2023 world cup, ODI world cup 2023